বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বৈষম্যবিরোধী আন্দোলনে বানিয়াচং ও হবিগঞ্জে ১১ হত্যাকান্ডের ঘটনায় ॥ সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হতে পারে প্রতিবেদন হবিগঞ্জ বিজিবির অভিযান ॥ চোরাচালান চক্রের পর্দা ফাঁস তেলের লরিতে করে পাচারকালে সোয়া কোটি টাকার পন্য আটক প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত চুনারুঘাটে অনুপ্রবেশের দায়ে নারী-পুরুষ আটক অলিপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হ্ইাওয়ে পুলিশ ক্যাম্প নির্মাণ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে সবাইকে ঐকবন্ধ থাকতে হবে-সৈয়দ মোঃ শাহজাহান হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৪ আসামি গ্রেপ্তার নবীগঞ্জে দিন মজুরের ১ মাসের বিদ্যুৎ বিলে ১ লাখ ৬৭ হাজার টাকা মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ নারী আটক বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে জাতীয় কমিটির সদস্য হলেন জিকে গউছ

সাংবাদিক দম্পত্তি সাগর রুনি হত্যার বিচার দাবীতে হবিগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক দম্পত্তি সাগর রুনি হত্যাকান্ডের ২ বছরে বিচার না হওয়ার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে ১২ পর্যন্ত হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্মল ভট্রাচার্য্য রিংকু, চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিম, প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আমীর হোসেন,  অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোহাম্মদ শাবান মিয়া, গোলাম মোস্তফা রফিক, ইসমাইল হোসেন, আব্দুল বারী লস্কর, রুহুল হাসান  শরীফ, মোঃ ফজলুর রহমান, শোয়েব চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ মোফাজ্জল সাদত মুক্তা, মিজানুর রহমান মিজান, আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ, শাহ ফকরুজ্জামান, জিয়া উদ্দিন দুলাল, সৈয়দ এখলাছুর রহমান খোকন, এম এ হাকিম, মোঃ রহমত আলীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ। বক্তারা বলেন, বর্তমান সরকার এ হত্যার বিচার কার্যক্রম ২বছরে শুরু করতে পারে নাই। অতি দ্রুত  এ হত্যাকান্ডের বিচার কার্যক্রম শুরু করার জোর দাবী জানান তারা। নতুবা সাংবাদিক সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com