মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা বাহুবলের পুটিজুরি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম গ্রেফতার হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী সফল করতে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম’র সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন শায়েস্তাগঞ্জে আ’লীগ নেতা শিবলু গ্রেপ্তার উমেদনগরে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শহরের গোসাইপুরে আরসিসি ড্রেন নির্মাণ করেছে পৌরসভা

টানা বৃষ্টিতে নবীগঞ্জের কৃষকদের সর্বনাশ

  • আপডেট টাইম শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৫০১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ দু’দিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নবীগঞ্জের বিভিন্ন হাওরে অবশিষ্ট কয়েক হাজার হেক্টর জমির পাকা বোরো ধান তলিয়ে গেছে। ফলে ধান কেটে গোলায় তুলতে না পেরে কৃষক-কৃষানীর মাঝে হাহাকার দেখা দিয়েছে। ইতিপুর্বে নবীগঞ্জের বিভিন্ন হাওরে কাচা ও আধা পাকা প্রায় ১৫ হাজার হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে যায়। এতে আনুমানিক প্রায় কয়েক শত কোটি টাকার ফসল নষ্ট হয়েছে বলে ধারনা করছেন অনেকেই। বেশ ক’দিন আবহাওয়া ভাল করলে পানি কিছু নীচে নেমে আসায় কৃষকরা একটু হাফ ছেড়ে ছিল। শুরু হয় ধান কাটা। কিন্তু গত দু’দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নতুন করে প্লাবিত হওয়ায় সে আশায়ও বালি ধরেছে। তলিয়ে গেছে আরো কয়েক হাজার হেক্টর পাকা ধান। এছাড়া টানা দু’দিনের অবিরাম বৃষ্টিপাতের কারনে চালের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। শুরু হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। অপর দিকে কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।
অপর দিকে, নদীগুলোতে পানি ও স্রোত বাড়ায় বিভিন্ন এলাকার বাঁধগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রক্ষার জন্য অনেক স্থানে বস্তা দিয়ে মাটি ফেলা হচ্ছে। পাশাপাশি বাঁধ এলাকায় পাহারাদার নিযুক্ত করা হয়েছে। এছাড়া খাল ও নদীতে স্থানীয় কৃষকরা স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করে ফসল রক্ষার চেষ্টা করছেন। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বাঁধগুলো রক্ষা করা সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া অনেক ইউনিয়নে ফসল রক্ষা বাঁধের টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে। অনেক এলাকায় কৃষকরা ইতিমধ্যে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচী পালন করেছে।
গত ১৯ এপ্রিল থেকে উপজেলায় মাঝারি বৃষ্টিপাত চলছে। এতে নদ-নদী, খাল, বিলের পানি বেড়ে চলেছে। ধান পাকার আগেই কাঁচা ধানের তোড় পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে চারদিকে শুধু পানি আর পানি। বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদ নদী ও খালবিলের পানি বেড়ে বিভিন্ন হাওর ভেসে যাচ্ছে। উপজেলার বরার হাওর, দীঘলবাকের সাতাশি বন, কসবার ফেরিসাইট, এরাবরাক নদীর চর, মখা হাওর, গুঙ্গিয়ারজুরি হাওর, সৌলাগর, লাউয়াইল বিল, আলমপুরের বরবিল, বেরিবিলসহ উপজেলার ২৫টি হাওরের ফসল তলিয়ে গেছে।
কৃষক সাহিদ মিয়া বলেন, ‘আমার সব শেষ, এবার দুর্ভিক্ষ ছাড়া কিছুই চোখে দেখছি না। নবীগঞ্জ কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় লক্ষমাত্রা ছিল ১৬ হাজার ৮০০ হেক্টর। এখানে অর্জিত হয়েছে ১৭ হাজার ৪০০ হেক্টর। জানা গেছে, নবীগঞ্জের বিভিন্ন খাল, নালা ভরে গিয়ে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এসব কারণে হাওরের ফসল নষ্ট হয়েছে বলে জানান কৃষকরা। সময় মতো পানি নিষ্কাশন হলে ফসলহানি এড়ানো যেত বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা।
নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী বলেন, অকাল বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানিতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত কয়েক দিনে বিভিন্ন হাওরের ফসল তলিয়ে যাচ্ছে। নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন বলেন, হাওর এলাকার ফসল আগাম বন্যার হাত থেকে রক্ষা করতে হাওর উন্নয়ন ও আগাম বন্যা প্রতিরোধ ও নিষ্কাশন প্রকল্প জরুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com