বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

বানিয়াচঙ্গে জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে মতবিনিময় সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
  • ৫২৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে ও বানিয়াচং থানা পুলিশের সার্বিক সহযোগিতায় জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে বানিয়াচঙ্গের নির্বাচিত জন প্রতিনিধি, আলেমা-ওলামা, সাংবাদিক, ইমাম ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে উপজেলা পরিষদ হলরুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ’র সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। সভার প্রারম্ভে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদ এর ইমাম মাওঃ সাইদুর রহমান, গীতিপাঠ করেন বানিয়াচং থানার নারী পুলিশ সদস্য মৌমিতা রায়। স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, তানিয়া খানম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপূল ভূষন রায়, চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ওয়ারিশ উদ্দিন খান, মাওঃ হাবিবুর রহমান, রেখাছ মিয়া, আবুল কাশেম চৌধুরী, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, আহাদ মিয়া, আব্দুল কদ্দুছ শামিম, শেখ সামছুল হক, ফজলুর রহমান, মাওঃ আব্দুল বাছিত আজাদ, অধ্যক্ষ আব্দাল হোসেন খান, উপাধ্যক্ষ মাওঃ আতাউর রহমান, হাজ্বী ফরিদ উল্বা, দৈনিক হবিগঞ্জের জনতা এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার ও চ্যানেল এস বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া, ইউপি সদস্য সুমন আখঞ্জি, মুখলেছুর রহমান, মিজানুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হলেও ভৌগোলিক দিক থেকে এর গুরুত্ব অত্যন্ত বেশী। আমাদের দেশকে ব্যবহার করে অন্যরা ফায়দা লুটতে চায়, এজন্য বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে জঙ্গিবাদের ঘাটি হিসেবে চিহ্নিত করে বিদেশী পরাশক্তিরা এদেশে জঙ্গিবাদের দোহাই দিয়ে বাংলাদেশের পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে হবে। আগামী ১৫দিনের মধ্যে বানিয়াচঙ্গে বসবাসরত সকল ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করে থানায় জমা দেয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দেন পুলিশ সুপার। তারাও আন্তরিকভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার অভিপ্রায় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com