মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

পরিবারের হাল ধরতে নবীগঞ্জের বিপাশা এখন জয়

  • আপডেট টাইম সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ৪৪৩ বা পড়া হয়েছে

পেয়াজ কাটা অবশ্যই মহিলাদের কাজ। আর এই পেয়াজ যদি কোন পুরুষ কাটে তাহলে তার পেয়াজ কাটার সিষ্টেমটি দেখেই বুঝা যায় যে সে একজন পুরুষ। বুঝতে যদিও একটু সমস্যা হচ্ছে তেমনী আমিও বুঝতে পারছিলাম না ওই চটপটি-পুছকা ওয়ালা কি পুরুষ না মহিলা, অবশেষে ওকে ওর নাম জিজ্ঞেস করলাম তোমার নাম কি? উত্তরে জানায় বিজয় দাশ। একটু পর লক্ষ করলাম ওর হাতের কাজের দিকে, দেখি ও কি রে বাবা হাতেতো নয় যেন মেশিনে কাটা হচ্ছে পেয়াজ। তাৎক্ষনিক বুঝতে আর সমস্যা হলনাও যে মেয়ে। বিপাশা রাণী দাশ (১৩), পিতা, ধনু দাশ, গ্রামের বাড়ি রানীগঞ্জ, বর্তমানে নবীগঞ্জ পৌরসভার গয়াহরী গ্রামে।
তুমি কেন চটপটি বিক্রি করও? উত্তরে ৩ বৎসর পুর্বে বাবার সাথে প্রতিবেশী “সুর্যমনির” জগড়া হয়। এতে বাবার কোমরে গুরুতর আঘাত প্রাপ্ত হন যার কেশারত বাবা এখন পর্যন্ত দিচ্ছেন। তখন আমি গয়াহরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণীতে পড়ালেখা করতাম। কিন্তু বাবার অসুস্থতার কারনে আমাকে পড়ালেখা ছেড়ে বাবার সাথে চটপটির দোকানে আসি এবং বাবার কাজ আমি করি। এখনও বাবা কোমরের আঘাতের কারনে ঠিক মতো কোন কাজ করতে পারেন না। তাই আমাকেই করতে হয়।
তুমি পড়ালেকা করবে না? আমার পরিবারে মোট সদস্য সংখ্যা ৬ জন, বড় আপু, আমি, আমার ছোট দুই বোন, বাবা আর মা। আমাদের কোন ভাই না থাকায় তাদের সবার করছ বাবা একা বহন করেন। তাই বাবাকে এত কাটতে হয়। আর আমি যদি না থাকি তাহলে বাবা তো একা দোকানদারি করতে পারবেন না। প্রতিদিন কত টাকার বিক্রি হয়? উত্তরে হয় ৫/৬ শত অর্ধেক চলে যায়, কাছামাল কিনতে আর বাকি অর্ধেক লাভ হয়। এই দিয়ে আমাদের ৬ জনের সংসার চলে।
আর বেশি হয় না? হয় শীতের সময় মেলা-বান্নিতে দোকান নিয়ে গেলে ২ থেকে আড়াই হাজার টাকা বেছতে পারি। আর সব সময় তো মেলা বান্নি হয় না।
পরিশেষে তুমি আমায় মিথ্যা বল্লে কেন? উত্তরে কি? ওই যে তোমার নাম বিজয় দাশ বল্লে, না উঠা তো আমার চাচাতো ভাই। আমি এ রকমই সবাইকে আমার পরিচয় দেই।
আচ্চা তোমাদের গ্রামের বাড়িতো, রাণীগঞ্জ, এখানে বাসা ভাড়া করে থাক কেন? আমাদের গ্রামের বাড়ির জায়গা জমি নদী ভাঙ্গনে ভাঙ্গিয়া নিয়া গেছে।
আমাদের সমাজেতো অনেক ধরনের মানুষ রয়েছেন যারা এদের কে অবহেলা করেন তারা অবশ্যই সতর্ক থাকবেন কারন আল্লাহ তো আপনাকে এরকম একটি পরিবারের মধ্যে জন্ম দিতে পারতেন। পড়ালেখা কি করবে? উত্তরে পড়তে চাইলেই তো আর পড়তে পারি না। বাবা বারন করেন চটপটির দোকানে আসতে, কিন্তু কি করব বাবার তো কোমরে অসুক। মাথায় কেপ, পরনে প্যান্ট আর গায়ে সার্ট পরে আমি পুরুষ হতে জানি। আমাদের নবীগঞ্জ এলাকার অনেক বড় বাবার ছেলে সন্তান আছেন যারা এই ছোট্ট চটপটি ওয়ালার সমান ও কাজ করতে জানেন না। তাই আসুন আমরা সবাই এদেরকে একটু মুল্যায়ন দিতে শিখি? মানুষ তো মানুষের জন্যই। আমরা পুরুষ কি? এ রকম পরিশ্রমী?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com