চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আমুরোড হাইস্কুল এন্ড কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩ টায় অনুষ্ঠানেরর উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের। উদ্বোধনী শেষে আলোচনা সভায় প্রাক্তণ ছাত্র উদযাপন কমিটির সভাপতি মোঃ হাছন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন আহাম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, অধ্যক্ষ আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রহমান আজাদ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, উদযাপন কমিটির আহবায়ক মাসুদ আহমেদ, ইউপি সদস্য আব্দুর রউফ, ফুল মিয়া, প্রভাষক আবু নাসের ও আজগর প্রমুখ। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়।