নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু নবীগঞ্জ ডিগ্রি কলেজ ও আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল সকাল ১১টায় আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও কলেজে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সুহুল আমীন, অধ্যাপক জয়নাল আবেদীন খান জিন্নাহ, শফিউল আলম হেলাল, প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সাংবাদিক এম এ আহমদ আজাদ, সাংবাদিক মোঃ সরওয়ার শিকদার, এমরান মিয়া, বদরুল ইসলাম বকুল মেম্বার, নুরুল হোসেন খান, হাজী আতাউর রহমান, প্রভাষক ইকবাল বাহার তালুকদার, এম মতিন চৌধুরী, তোফায়েল আহমদ ছায়েদ প্রমুখ।
এদিকে দুপুরে নবীগঞ্জ ডিগ্রী কলেজে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, অধ্যাপক জয়নাল আবেদীন খান জিন্নাহ, উপজেলা ছাত্রসমাজের সভাপতি এম এ মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভা শেষে তিনি কলেজ দু’টি ঘুরে দেখেন এবং বিভিন্ন উন্নয়ন কাজে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এরপর তিনি কলেজ শাখা ছাত্রসমাজের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, কলেজ শাখা ছাত্রসমাজের সভাপতি নিয়ামুল করিম অপু, ছাত্রনেতা জাসেদ আলম, তারেক আহমদ প্রমুখ।
বিকেলে নবীগঞ্জ ডাক বাংলোতে নবীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ও থানার কর্মরত অফিসারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ উপজেলার আইন শৃংখলা সহ সার্বিক বিষয় নিয়ে মতনিমিয় সভায় আলোচনা হয়। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু এ ছাড়া ওসি মোঃ জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) এ কে এম আজমিরুজ্জামান, সেকেন্ড অফিসার মোঃ শাহজাহান, এস আই আবুল কাশেম, মিজানুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ আহমদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, সমাজ সেবক মির্জা আলী আজম রায়হান, শেখ ফয়জুল ইসলাম দিনু প্রমূখ।