মোহাম্মদ আলী মমিন ॥জেলা সদর হবিগঞ্জ পৌর এলাকা ও শহরতলীতে পাল্লা দিয়ে নান্দনিক অট্টালিকা এবং বহুতল ভবন গড়ে উঠছে। সুপ্রসস্থ রাস্তা এবং ড্রেনেজ সুবিধা ছাড়াই প্রতিযোগিতামূলকভাবে নির্মাণ করা হচ্ছে বাসাবাড়ী। দ্রুত বর্ধিষ্ণু অপরিকল্পিত নগরায়ন, সেনিটেশন, বর্জ্য-স্যুয়ারেজ লাইনহীন, ড্রেনের পানি নিস্কাশনের অব্যবস্থাপনা, সড়কের অংশ ও ফুটপাথ দখল করে অসহনীয় জট সৃষ্টি, শব্দ দূষণ, সড়কে অনুনোমোদিত ও অপরিকল্পিত স্পীড ব্রেকার, যত্রতত্র আবর্জনার স্তুপ ও মানববর্র্জ্য সেফটি ট্যাংকের উৎকট দুর্গন্ধ ছড়ানোতে শহরের অনেক পাড়া ও এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। গত সপ্তাহকাল এ প্রতিবেদক ফ্রি-ল্যান্সার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও হবিগঞ্জ পুরান মুন্সেফীর লন্ডন প্রবাসী এডঃ আশরাফ উদ্দিন আহমদ পৌর এলাকা ও শহরতলী ঘুরে শতাধিক প্রবীণ গুণী ও অভিজ্ঞ সচেতন সিনিয়র সিটিজেন এর মতামত থেকে প্রকাশ পেয়েছে পিছিয়ে পড়া কথিত পায়জামা শহরে বসবাস অযোগ্যতার নেপথ্যে বাস্তব কারণ ও সৃষ্ট প্রতিবন্ধকতাসমূহ। দু’দশক পূর্বেও জেলার প্রত্যন্তঞ্চলের গ্রামীণ মনোরম পরিবেশ ছিল শান্তির নিরাপদ আবাসস্থল। বর্তমানে অধিকাংশ জনপদে গ্রাম্য কুটিল রাজনীতি ও জাতীয় প্রতিহিংসা, এবং অপসংস্কৃতির রাজনীতির সংমিশ্রনের নৈতিক অবয়ের কুপ্রভাব ও আধিপত্য বিস্তারের ফলে পারিবারিক ও সামাজিক বন্ধন, সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ কোথাও নেই। স্বদেশ-বিদেশ প্রবাসীরা কর্মস্থল থেকে অবসরপ্রাপ্ত হয়ে কষ্ঠার্জিত অর্থ ও রেমিটেন্স দিয়ে জন্মভূমি গ্রামে দৃষ্টিনন্দন অট্টালিকা গড়তে গিয়ে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভূমিতেও স্থান পাচ্ছে না। এ নিয়ে ভাই ভাতিজা ও পরিজনের মধ্যে মতান্তরের সৃষ্টি হলে তাকে সমাজে অবমূল্যায়ন করে ফেলা হয়। জীবনের নিরাপত্তা হুমকী হয়ে পড়ে অনৈতিক অর্থ কামাইয়ের প্রতিযোগিতায় জড়িত উঠতি স্বঘোষিত রাজনীতিক নেতা ভাইপোদের অশালীন আচার আচরণে। পর্যাপ্ত অর্থ অপব্যয়েও গ্রাম্য বিচারে অপমানিত হয়ে উত্তরাধিকারী অংশের ভূমি অল্প মূল্যে গ্রাম্য প্রভাবশালী টাউটদের কাছে বিক্রি করে মানসম্মান ও ভাবমূর্তি রক্ষার্থে সুশিতি জ্ঞানীরা শহরমুখী হয়ে পড়ছে। ওরা স্বস্থির শান্তিপূর্ণ ও নিরাপদ বসবাসসহ কর্মসংস্থান ও পরিবারকে আলোকিত এবং নাগরিক সুবিধা লাভের প্রত্যাশা নিয়ে জেলা সদরস্থ পৌর এলাকা ও শহরতলীতে সুপ্রসস্থ রাস্তা ছাড়াই অপরিকল্পিত ও সুরম্য অট্টালিকা নির্মাণ করছে। পুকুরের শহর বলে পরিচিত হবিগঞ্জ খালবিল অনেকটির অস্থিত্বই নেই। বৃষ্টি হলেই জলাবদ্ধতা নিত্য নৈমিত্তিক। পৌরসভায় ২০% ড্রেন রয়েছে। তাও ময়লা আবর্জনা ফেলে রাখতে দেখা যায়। শহরের উত্তর পূর্বাংশের পানি পুরানমুন্সেফী ও চিড়াকান্দি হয়ে নতুন খোয়াইমুখ সড়ক নীচ কালভার্ট দিয়ে চৌধুরী বাজার সোনালী ব্যাংক পাস দিয়ে বগলাবাজার রোড ক্রস করে বাতিরপুরের মধ্য দিয়ে কালীগাছতলার প্রবাহমান ড্রেনটিও বন্ধ হয়ে যাচ্ছে। কোর্ট মসজিদের পূর্বাংশের খোয়াই লেকের পানি প্রধান সড়ক ক্রস করে সার্কিট হাউজের উত্তর দিকে পশ্চিমমূখী ঘোষপাড়ার মধ্যদিয়ে কোর্ট স্টেশন রোড ক্রস করে কিবরিয়া মিলনায়তনের পাশ দিয়ে উত্তর দিকে গিয়ে পানি রাজনগর কবরস্থান মসজিদের সংলগ্ন উত্তর বাইপাসের কালভার্ট দিয়ে ড্রেনের প্রবাহমান পানি আপাতত নিস্কাশন হলেও পশ্চিম দিকে যাওয়ার সুবিধা থাকছে না। শায়েস্তানগর এলাকার পানি ২নং পুলের নিচ দিয়ে বাইপাস সড়কের বাসস্ট্যান্ড এর দক্ষিণের একটি ড্রেন কালভার্ট দিয়ে নিস্কাশন হচ্ছে না। স্যূয়ারেজ লাইন না থাকায় হবিগঞ্জ শহরের সকল অট্টালিকা ও বাসাবাড়ীর মানববর্জ্যরে সেফটি ট্যাংকির হারপিকযুক্ত ময়লা পোকায় না খাওয়াতে সলিড হয়ে যাচ্ছে। অসহনীয় উৎকট দূর্গন্ধে পরিবেশ দূষণ দিনান্তে বাড়ছে। পাম্পিং মেশিন দিয়ে পরিস্কার করার পৌরসভার ব্যবস্থাপনা না থাকায় মানববর্জ্য পৌরবাসীর জন্য মারাত্মক দুশ্চিন্তার কারণ। অন্যদিকে আবর্জনা ফেলে ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় ময়লা পানি রাস্তার বিভিন্ন স্থানে উপচে পড়তে দেখা যাচ্ছে। শহরের ময়লা আবর্জনার ডাম্পিং ষ্টেশন না থাকায় নুতন স্টেডিয়াম ও নূতন খোয়াইমূখ আবর্জনা স্তুপ থেকে উৎকট দূর্গন্ধের কারণে মারাত্মক পরিবেশ দূষণ সৃষ্টি হচ্ছে। এরূপ উৎকট দূর্গন্ধ ছড়াচ্ছে পুরান খোয়াই পাড়স্থ বাসাবাড়ী থেকে সরাসরি পাইপ দিয়ে নদীতে ফেলানো মানববর্জ্য। বাইপাস সড়কের বিভিন্ন স্থানে স্পীড ব্রেকার যেন জমির আইল। সড়কের হবিগঞ্জের বহুলা থেকে উমেদনগর মাদ্রাসা পর্যন্ত সড়কটির সর্বত্র যানজটের কারণে ঢাকা-সিলেট চলাচলকারী কোন প্রকারের উন্নত বাহনকেই আর দেখা যায় না। ফলে হবিগঞ্জ জেলা শহর গুরুত্বহীন হয়ে পড়েছে। অন্যদিকে হবিগঞ্জ শাহী ঈদগাহ থেকে নূতন খোয়াই মূখ পর্যন্ত প্রধান সড়কটির সর্বত্রই ফুটপাথ হকারদের অবৈধ দখলে, টমটম ও সিএনজির অনিয়ম চলাচলে অতিষ্ট শহরবাসী। কোন দোকানের সামনে পার্কিং জায়গা রাখা হয়নি। বিশৃংখল অসহনীয় যানজট পরিবেশে চলছে শহরের প্রধান সড়কপথ। যেকোন বয়সী পথচারীর সড়ক পারাপার বিপদজনক হয়ে পড়েছে। অন্যদিকে রাতে ঘনবসতিপূর্ণ শহরে মাইকের বিকট আওয়াজে শিক্ষার্থীদের লেখাপড়া ও অসুস্থ রোগীরাও মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। শব্দ-দূষণের বিরূপ প্রতিক্রিয়া রোধে কার্যকরী পদক্ষেপ নেয়ারও কেউ নেই। তত্ত্বাবধায়ক সরকারও ক্লীনহার্ট সময়কালীন শহরের রাস্তাঘাট প্রসস্থকরণ, যানজট নিরসনে ও খোয়াই রিভারভিউ প্রকল্পে গৃহীত অনুসরনীয় দৃশ্যমান উন্নয়ন শহরবাসীর অনুকরণীয় প্রত্যাশা। দেশে গণতন্ত্রের নামে দলতন্ত্র ও বলতন্ত্রের ফলে পারস্পরিক কটা, দোষাদোষী ও প্রতিহিংসার রাজনীতির গ্যাড়াকলে সুশীল সমাজ ও পৌরবাসী সুনাগরিক দায়িত্ব, কর্তব্য ও অধিকার আদায়ের সাহস হারিয়ে ফেলেছে। রাজনীতিবিদরাই দেশ স্বাধীন করেছে, সার্বিক উন্নয়ন করছে এ দাবীর প্রতি হবিগঞ্জের সিনিয়র সিটিজেনরা ঐক্যমত পোষণ করেন। তারা বলেন, বর্তমানে জাতীয় ও স্থানীয় সরকারের সকল স্তরে রাজনীতিবিদ জনপ্রতিনিধি দায়িত্বরত। তারা নিজেদের জেলা শহরের সার্বিক উন্নয়নের স্বার্থে অতীত ভূলে প্রতিহিংসার উর্ধ্বে উঠে সম্মিলিতভাবে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টিনন্দন কার্যক্রম বাস্তবায়ন করে ভাবমূর্তি ও পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ আলোকিত করার মডেল উপহার প্রদানের আহ্বান জানান।
লেখক, মোহাম্মদ আলী মমিন
সাংবাদিক ও কলামিষ্ট