স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে বীর মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করায় আজ আমরা নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখন ৭১ এর পরাজিত সেই রাজাকার-আলবদরদের প্রেতাত্মারা দেশেকে পিছনের দিকে ঠেলে দিতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ঘাপটি মেরে থাকা সেই রাজাকারদের প্রেতাত্মা থেকে সবাইকে সাবধান থাকতে হবে। ওই ষড়যন্ত্রকারীরা এখন ইমাম, পুরোহিত ও বিদেশী নাগরিকদেরকে হত্যা করছে সরকার যাতে বহির্বিশ্বের সমর্থন হারায়। আবার কোনআন শরীফে আগুন দিয়ে সাম্প্রদায়ীক সম্প্রীতি বিনষ্ঠের পায়তারা করছে। আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা জনগনকে জানাতে হবে।
গতকাল রাতে আরডি হল প্রাঙ্গণে জেলা আওয়ামীলীগ আওয়াজিত বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি একথাগুলো বলেন। জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি, জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, শরীফ উল্লাহ, এডভোকেট আলমগীর চৌধুরী, মুকুল আচার্য্য, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, সম্পাদক মন্ডলীর সদস্য এডভোকেট আফীল উদ্দিন, সেলিম চৌধুরী, উপ প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ দপ্তর সম্পাদক এডভোকেট শাহ্ ফখরুজ্জামান, সদস্য এডভোকেট আব্দুল মোনতাকিম চৌধুরী খোকন, এডভোকেট কনক জ্যোতি সেন রাজু, যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজা, পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, তাতীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ সেবুল আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ প্রমুখ।