মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা বাহুবলের পুটিজুরি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম গ্রেফতার হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী সফল করতে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম’র সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন শায়েস্তাগঞ্জে আ’লীগ নেতা শিবলু গ্রেপ্তার উমেদনগরে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শহরের গোসাইপুরে আরসিসি ড্রেন নির্মাণ করেছে পৌরসভা

মাধবপুরে বন থেকে গাছ পাচার আর করাত কলের ছড়াছড়ি

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬
  • ৭১৫ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সাতছড়ি রঘুনন্দন সংরতি বনাঞ্চল থেকে মূল্যবান গাছপালা পাচার হচ্ছে। যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ অর্ধশতাধিক করাত কল। গাছ ছিড়িয়ে সহজ সুবিধা থাকায় বন থেকে গাছ পাচার দমন করা সম্ভব হচ্ছে না। ফলে দিন দিন সংরতি সরকারি বনভূমি এবং সামাজিক বনায়নের মূল্যবান গাছপালা কাটা হচ্ছে অবাধে। সীমিত জনবল ও পর্যাপ্ত অস্ত্র না থাকায় বনররিা গাছ পাচার পুরোপুরি নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছে না। স্থানীয় সূত্র ও বন কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে রঘুনন্দন ও সাতছড়ি হিল রিজার্ভ ফরেষ্টের দুটি রেঞ্জের অধিন ৬টি বিট অফিস রয়েছে। সাতছড়ি বিটের কিছু অংশকে ২০০৪ সালে জাতীয় অভয়ারণ্য ও জাতীয় উদ্যান হিসেবে ঘোষনা করা হয়েছে। পর্যটকদের ভ্রমনে আর্কষনিয় করতে নির্মাণ করা হয়েছে বিভিন্ন স্থাপনা। বনরক্ষি ও এলাকার বিভিন্ন স্তরের প্রতিনিধিদের নিয়ে সহব্যবস্থাপনা নামে একটি কমিটি গঠন করা হলেও এ কমিটি এখন পুরোপুরি নিষ্ক্রিয়। এখন তেলমা ও সাতছড়ি বিটের সংরতি pic-madhabpur-24-11-2016বনাঞ্চলে প্রতিদিন শত শত পাহাড়ী শ্রমিক অবৈধভাবে বনে প্রবেশ করে মূল্যবান ছোট বড় বৃক্ষ বনজ সম্পদ কেটে নিয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে তেলমাছড়া বিট অফিসার রসুলপুর এলাকা থেকে ৬৫ ফুট বিভিন্ন প্রজাতির চোরাই গাছ উদ্ধার করেছে। সাতছড়ি ও তেলমা বিটে বিভিন্ন সময়ে স্বল্প দীর্ঘ ও বাপার জোনে লাগানো গাছপালা শতভাগ লাগানো স্বত্ত্বেও এখন বনে পর্যাপ্ত পরিমাণ গাছপালা নেই। রঘুনন্দন রেঞ্জের অধিনে জগদীশপুর, শালটিলা, শাহপুর এবং শাহজীবাজারে ৪টি বিটের অধিনে বনভূমিতেও গাছ চুরি ও পাচার হচ্ছে। শালটিলা সংরক্ষিত বনভূমিতে রয়েছে প্রাচীন সেগুন গাছ। এ বাগান থেকেও মাঝে মধ্যে সেগুন পাচারের ঘটনা ঘটছে। জগদীশপুর সংরক্ষিত বনভূমি থেকেও গাছ চুরি হওয়ার ঘটনা ঘটছে। এ বিট অফিসের খুব কাছে জগদীশপুর তেমুনিয়ায় স্থাপন করা হয়েছে একটি করাত কল। যার বৈধ কোন কাগজপত্র নেই। শাহপুর বিট অফিসের কাছেই বনভূমি থেকে ৩শ গজ দুরে শাহপুর বাজারে বসানো হয়েছে দুটি করাত কল। এ করাত কলে সহজেই বন থেকে চোরাই গাছ চিড়ানো হচ্ছে। নয়াপাড়া বাজারেও একাধিক অবৈধ করাত কল চলছে দীর্ঘদিন ধরে। শাহজীবাজার সংরক্ষিত বনভূমি একটি রুগ্ন বনভূমি। দিন দিন এ বনভূমি থেকে গাছ পাচারের কারণে বনভূমিতে বৃক্ষ দিনদিন হ্রাস পাচ্ছে। সম্প্রতি এ বনভূমির আকাশী বাগান থেকে বিপুল পরিমাণ চোরাই গাছ উদ্ধার করেছে বনররিা। পাচারের উদ্দেশ্যে কতিপয় বনরীদের সহযোগিতায় এগুলো জঙ্গলে কেটে রাখা হয়। তবে জানাজানি হওয়ায় বনরীরা গাছগুলো শাহপুর রেঞ্জ অফিসে জমা করেছে। হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক এজেটএম হাছানুজ্জামান বলেন, দুটি রেঞ্জে চার ভাগের এক ভাগ জনবল ও অস্ত্র রয়েছে। এ কারণে বনভূমি থেকে পুরোপুরি গাছ পাচার বন্ধ করা যাচ্ছে না। এছাড়া বিভিন্ন স্থানে একটি আবেদন করেই করাত কল স্থাপন করে দেয়। এগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com