বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মাঠে সাবেক অধ্যক্ষ নুরুল ইসলামের নামাযে জানাজা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ৪২৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব নুরুল ইসলামের নামাযে জানাজা গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সহ-শহরের বহুগণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় শরীক হন। জানাজা শুরুর প্রাক্কালে আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আবুল লেইছ, সরকারী বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আনোয়ার আলী, মোঃ জহিরুল ইসলাম, সালেহাবাদের পীর আবুল কালাম সৈয়দ ওবায়দুর রহমান, এডভোকেট আব্দুল আলী সরদার, বিশিষ্ট সমাজসেবী মোঃ মিজানুর রহমান, গভর্নিং বডির সদস্য মোঃ মনসুর আলী, মাওলানা কাজী জসিম উদ্দিন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয় গভর্নিং বডির সদস্য আলহাজ্ব সফর আলী, মোঃ রজব আলী, শাহ মোঃ আরজু মিয়া, মোঃ আলাউদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুব কামাল খান চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও রিচি হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন, জেলা সেক্রেটারী জেকে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, চৌধুরী বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ পীরোজপুরী, বায়তুল আমান জামেমসজিদের খতিব মাওলানা জাহাঙ্গীর আলম, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা খন্দকার নাসির উদ্দিন, হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মসজিদের সহকারী ইমাম আলহাজ্ব মাওলানা রশিদ আহমদ, সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সজিব আলী, বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ নিজাম উদ্দিন খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক জেলা সেক্রেটারী মোঃ মুসলিম খান, বৃন্দাবন কলেজের অধ্যাপক মোঃ আব্দুল্লাহসহ শহর এবং শহরতলীর বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষক, সাংবাদিক, এডভোকেট, ব্যবসায়ী, সুধীসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে মরহুমের ইন্তেকালের খবর পেয়ে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-লাখাই নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, বানিয়াচং আজমিরীগঞ্জ থেকে নির্বাচিত এডভোকেট আব্দুল মজিদ খান, আমেরিকা প্রবাসী সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ গফ্ফার আহমেদ, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ এমদাদুর রহমান, আলহাজ্ব মাওলানা হাফেজ মামুনুর রশিদ, মাওলানা আশিকুর রহমান, মাওলানা কুতুব উদ্দিন, জেলা মানবাধিকার কাউন্সিলের সেক্রেটারী আলহাজ্ব কামাল গনি চৌধুরী, সংগঠনের জেলা সহ-সভাপতি এডভোকেট এস এম বজলুর রহমান, এডভোকেট আলী আজগর, আমিনুল ইসলাম চৌধুরী শামিম, জেলা ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার আলী, সহ-সেক্রেটারী মোঃ মুহিবুর রহমান, মোঃ সুমন আহমেদ, নির্বাহী সদস্য নজরুল ইসলাম চৌধুরী, শাহ আবু বক্কর, মিনুর মিয়া, মাহফুজ আহমদ প্রমুখ
বক্তাগণ বলেন নুরুল ইসলাম ছিলেন অত্যন্ত সহজ সরল এবং সাদা মনের মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com