বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

পাকিস্তানে সার্ক সম্মেলন স্থগিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৪৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ অনেক জল্পনাকল্পনা শেষে সার্ক সম্মেলন স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান। পাকিস্তানের জিও এবং শামা টেলিভিশন সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপি’র সঙ্গে যৌথভাবে এই প্রতিবেদন হাজির করেছে শামা টেলিভিশন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ-কে উদ্ধৃত করে এই খবরটি নিশ্চিত করা হয়।
আসছে নভেম্বরের ৯ তারিখে ওই সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন বাংলাদেশ সার্ক শীর্ষ সম্মেলনে যাচ্ছে না। পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানায়, ভারত, আফগানিস্তান ও ভুটান সার্ক শীর্ষ সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সার্ক সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ হিসেবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তেক্ষেপকে দায়ী করেন। আর সরাসরি পাকিস্তানের নামোল্লেখ না করলেও ইসলামাবাদের দিকে ইঙ্গিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিকাশ স্বরুপ মঙ্গলবার তার টুইটে সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সার্কের বর্তমান সভাপতি দেশ নেপালের কাছে ভারত জানিয়েছে, আন্তঃসীমান্ত অঞ্চলে সন্ত্রাসী হামলা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ বিষয়ে লাগাতার একটি সদস্য দেশের হস্তক্ষেপের ফলে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তা ১৯তম সার্ক সম্মেলন করতে ইসলামাবাদের জন্য সহায়ক নয়।’
এবার সম্মেলন স্থগিতের কথা জানাতে গিয়ে পাকিস্তান জানিয়েছে, কাশ্মির ইস্যুতে তাদের মৌলিক নীতিগত অবস্থানের কোনও বদল হবে না। সম্মেলন স্থগিতের ঘোষণা আসার আগে ভেন্যু পরিবর্তন করার মধ্য দিয়ে সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে তৈরি হওয়া সংকট নিরসনের চেষ্টা চলছে বলে খবর দেয় এক ভারতীয় সংবাদমাধ্যম। সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পেছনে আফগানিস্তানের পক্ষ থেকে অভ্যন্তরীণ অস্থিতিশীলতার কথা বলা হলেও, বর্জনকারী ভারত-বাংলাদেশ আর ভুটান এজন্য পাকিস্তানকেই দায়ী করছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সেই কারণেই পাকিস্তানের বাইরে সার্কভুক্ত অন্য কোনও দেশে সম্মেলন করার কথা ভাবা হচ্ছে। তবে সার্ক সনদ অনুযায়ী সম্মেলনের আয়োজক দেশের অনুমোদন ছাড়া ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। সম্ভবত এই কারণেই সারতাজ আজিজ বলেছেন, ‘স্থগিতকৃত সম্মেলন যদি কখনও অনুষ্ঠিত হয়, তো সেটা পাকিস্তানেই অনুষ্ঠিত হবে।’
এর কিছু আগে নেপালের মিডিয়াতে সম্মেলন স্থগিতের খবর প্রকাশিত হয়েছিল। তবে তখন পাকিস্তানের তরফ থেকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, সম্মেলন আনুষ্ঠানিকভাবে স্থগিত হয়নি। তবে তা স্থগিতের আশঙ্কা রয়েছে। তবে এখনও তা নিশ্চিত করে বলতে পারছেন না তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com