স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিরিয়ানী খেয়ে এক পরিবারের শিশু সহ ৮জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। অসুস্থরা হচ্ছে- সুজাপুর গ্রামের পদরান বেগম (৭০), আশিকুল বেগম (৩০), আছফা বেগম (২৬), সুহেনা বেগম (১৮), জুবায়েল আহমেদ (১০), তিন্নি বেগম (০৬), তন্নি বেগম (০৮)।
জানা যায়, গতকাল শনিবার বিকাল ৫ টার দিকে এরা সবাই বিরিয়ানী খায়। এর কিছুক্ষণ পর প্রথমে শিশুরা ভমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। পরে মহিলারাও ভমি করতে করতে অচেতন হয়ে পরেন। তাদের সবাইকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।