বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

বাহুবলে সংঘর্ষে নিহত ১ আহত ২০ ॥ গ্রেফতার ১

  • আপডেট টাইম রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৩৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্ততঃ ২০ জন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলার স্নানঘাট ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক উপজেলার শ্যামপুর গ্রামের কৃষ্ণধন সূত্রধরের ছেলে কাঠমিস্ত্রী অম্পু সূত্রধর (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার স্নানঘাট ইউনিয়নের শ্যামপুর গ্রামের সুবল সূত্রধর ও পাশের বাড়ির পরিতোষ সূত্রধরের মাঝে রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার সকালে বিরোধীয় বিষয়টি নিষ্পত্তির জন্য পাশের বাড়ির প্রবাসী সম্ভু সূত্রধরকে সুবল সূত্রধর বাড়িতে ডেকে নিয়ে আসেন। এ সময় পরিতোষ সূত্রধরের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে সুবল সূত্রধরের বাড়িতে ইটপাটকেল ছুড়ে হামলা চালায়। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অম্পু সূত্রধরসহ উভয় পক্ষের অন্ততঃ ২০ জন আহত হয়। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অম্পু সূত্রধরের অবস্থার অবনতি ঘটলে সকাল ১১টার দিকে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অম্পুর মৃত্যুর খবর জানাজানি হলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসা পরিতোষ সূত্রধরের পক্ষের আহতরা গ্রেফতারের ভয়ে সটকে পড়ে। তারা আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
এ ঘটনায় দুপুর ১টার দিকে বাহুবল মডেল থানার এসআই আলী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে প্রবীণ সুত্রধর (৪৫) নামের একজনকে আটক করে।
বাহুবল থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com