বুধবার, ২১ মে ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর ॥ আহত ১৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬
  • ৪৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রভাবশালী প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ১৫ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘরও ভাংচুর করা হয়। গতকাল বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির লোকজনের চলাচলের রাস্তা নিয়ে রামপুর গ্রামের লালফর মিয়া ও ইসমাইল মিয়ার সাথে একই গ্রামের কদ্দুছ মিয়া ও লেবু মিয়ার বিরোধ চলে আসছে। সম্প্রতি ওই রাস্তাটি বন্ধ করে দেন লালফর মিয়া ও ইসমাইল মিয়া। এ সময় কদ্দুছ মিয়ার পক্ষ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। এর পর থেকে বিরোধ চরম আকার ধারণ করে। এ বিরোধের জের ধরে গত শনিবার বিকালে লালফর ও ইসমাইল মিয়ার লোকজন লেবু ও কদ্দুছ মিয়ার বাড়িতে চড়াও হয়ে মহিলাদের মারপিট করে। এ ঘটনায় কদ্দুছ মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে এ.এস.আই জয়ন্ত তালুকদার ঘটনাস্থল তদন্তে যান। এ সময় স্থানীয় মুরুব্বীরা বিষয়টি আপোষে মিমাংসা করে দেয়ার জন্য পুলিশের নিকট থেকে সময় নেন। গত মঙ্গলবার সকালে শালিসের দিন তারিখ ধার্য হয়। কিন্তু লালফর মিয়া ও তার লোকজন শালিসে উপস্থিত হননি। এরই মধ্যে গতকাল বুধবার সকালে লালফর মিয়া ও ইসমাইল মিয়ার নেতৃত্বে কতিপয় লোক অস্ত্রশস্ত্র নিয়ে কদ্দুছ ও লেবু মিয়ার বাড়িতে অতর্কিতে হামলা করে। এ সময় হামলাকারীরা পরিবারের লোকদের মারপিট করে এবং বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় লেবু মিয়া (৪৫), আফজল মিয়া (৩২), আবুল হোসেন (৩০), কাবিল হোসেন (২৫), ফয়েজ উদ্দিন (১৫), ফাহিম উদ্দিন (১২), সবুজ মিয়া (৮) ও সরলা বিবি (৪৫) গুরুতর আহত হয়। আহতদের মধ্যে লেবু মিয়া ও আফজল মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com