স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে হাঁস চুরি নিয়ে দুই মহিলার সংঘর্ষে পুরুষসহ ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের তাসলিমার একটি হাস প্রতিবেশী লিজা চুরি করে নিয়ে যায়। এ নিয়ে দুই মহিলার মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাসলিমা (১৫), রোকেয়া (৪৫) ও লুদজ (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।