মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা বাহুবলের পুটিজুরি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম গ্রেফতার হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী সফল করতে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম’র সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন শায়েস্তাগঞ্জে আ’লীগ নেতা শিবলু গ্রেপ্তার উমেদনগরে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শহরের গোসাইপুরে আরসিসি ড্রেন নির্মাণ করেছে পৌরসভা

মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজে জাঙ্গীবাদ বিরোধী সমাবেশে এমপি কেয়া চৌধুরী ॥ নতুন প্রজন্মকে দেশ প্রেমের মহানব্রত নিয়ে এগিয়ে যেতে হবে

  • আপডেট টাইম সোমবার, ১ আগস্ট, ২০১৬
  • ৫১৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ ও সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক পরিবেশে নৈতিক শিক্ষা দিতে হবে। প্রত্যেকটি পরিবারে আনন্দঘন ও পারসম্পরিক সমঝোতার পরিবেশ তৈরি করতে হবে। সন্তানের সাথে পরিবারের সদস্যদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলতে হবে। তাদের সুখ-দুঃখ, অভাব-অভিযোগকে গুরুত্ব দিতে হবে। অন্যতায় কোমলমতি শিশুরা অশুভ চক্রের ছত্রছায়ায় বিপথগামী হয়ে পড়বে। তিনি গতকাল রবিবার বেলা ১১টায় বাহুবলের মিরপুর আলিফ-সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশপ্রেমের মহানব্রত নিয়ে এগিয়ে যেতে হবে এবং জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে নিজেকে তৈরি করতে হবে। তিনি আরো বলেন, জাতিরজনকের সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এ অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি অপশক্তি নানা নামে নানান বেশে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। এ অপশক্তিকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলতে হবে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং এম শামছুদ্দিন-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এমরান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরী ও বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) ফয়সল আতিক। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কলেজ গভর্ণিং বডির সদস্য মুক্তিযোদ্ধা আবুল হাশিম, জিতু মিয়া ও মোঃ আসকর আলী, লামাতাসী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, ডাঃ আব্দুল মতিন, জালাল আহমেদ, মিরপুর এফ.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি অলিউর রহমান অলি, নবীনবরণ কমিটির আহ্বায়ক প্রভাষক দেবব্রত দত্ত অলক, সহকারী অধ্যাপক ফজলুর রহমান, প্রভাষক আফতাব উদ্দিন, প্রভাষক আব্দুল হাই ভূঁইয়া, প্রভাষক অনুপম ভদ্র, ছাত্রী মুৎমাইন্না মৌসুমী ও লাকী দেব। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইলিয়াছ খান, গিতাপাঠ করেন জীবন পালন এবং মানপত্র পাঠ করেন শাখাওয়া হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com