মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা বাহুবলের পুটিজুরি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম গ্রেফতার হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী সফল করতে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম’র সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন শায়েস্তাগঞ্জে আ’লীগ নেতা শিবলু গ্রেপ্তার উমেদনগরে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শহরের গোসাইপুরে আরসিসি ড্রেন নির্মাণ করেছে পৌরসভা

জাকির নায়েকের পাশে ভারতের অধিকাংশ মুসলিম নেতা

  • আপডেট টাইম বুধবার, ১৩ জুলাই, ২০১৬
  • ৫০৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ভারতের প্রখ্যাত ইসলাম প্রচারক ডা. জাকির নায়েকের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য থাকার কথা স্বীকার করলেও, উদ্ভুত পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন ভারতের অধিকাংশ মুসলিম নেতারা। হায়দ্রাবাদের মুসলিম (সুন্নি) নেতারা বলছেন, নায়েককে সন্ত্রাসবাদের সঙ্গে অন্যায়ভাবে যুক্ত করে তার মানহানি করা হচ্ছে। অন্যদিকে শিয়া ও সুফি সংগঠনগুলো তার বিরুদ্ধে উগ্রবাদি আদর্শ প্রচারের অভিযোগ এনেছে। টাইমস অব ইন্ডিয়া।
হায়দ্রাবাদের শহরভিত্তিক সালাফি সংগঠন জমিয়ত-এ আহলে হাদিস বলছে, জাকির নায়েক একজন ইসলামি পন্ডিত। সন্ত্রাসবাদের সঙ্গে তার কোন সম্পর্ক নেই। সন্ত্রাসবাদের সমর্থনে তাকে অভিযুক্ত করা অন্যায় বলে মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক শফিক আলম খান। জামায়াতে ইসলাম হিন্দ এর সহ সভাপতি সাদাতুল্লাহ হুসাইনি স্বীকার করেন, তিনি জাকির নায়েকের সঙ্গে নির্দিষ্ট কিছু বিষয়ে একমত নন। এর মানে তিনি সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত রয়েছেন এমনটা বোঝায় না বলে উল্লেখ করেন তিনি। বলেন, তিনি সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেননি এবং এর প্রচারণাও করেননি।
হুসাইনি বলেন, সংলাপের মাধ্যমে এ মতপার্থক্য সমাধান করা উচিত, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বন্ধ করে নয়। ভারতের বিখ্যাত দারুল উলম দেওবন্দ ঘরানার আলেম মুফতি মোহাম্মাদ ওমর আবেদিন দাবি করেন, নায়েকের বিরুদ্ধে কোন মামলা নেই। তাকে টার্গেট করা হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানে তিনি সহাবস্থানের কথা বলে থাকেন। তার বক্তব্যকে বিকৃত করা হচ্ছে। তিনি আরও বলেন, এখানে মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে মামলা রয়েছে। অথচ কিছু ছবিতে বিজেপি নেতাদের সঙ্গে তাকে দেখা গেছে। তাহলে এ বিষয়ে নিরব কেন? প্রশ্ন করেন তিনি।
এদিকে, জাকির নায়েক ও তার মতাদর্শের নিন্দা জানিয়েছে শিয়া ও সুফি সংগঠনগুলো। তারা তার বিরুদ্ধে সৌদি আরবের কট্টর সালাফি মতাদর্শ প্রচারের অভিযোগ করেন। শিয়া মতাদর্শীদের সংগঠন হুসাইনি ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ জাফর হুসাইন নায়েকের অর্থায়ন ও কর্মকান্ডের বিরুদ্ধে তদন্তকে স্বাগত জানান। তিনি বলেন, আমরা চাই সব ধরনের উগ্রবাদের তদন্ত হোক। একই সঙ্গে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য আরএসএস ও বিজেপি নেতাদের বিরুদ্ধে সরকারি তদন্তের দাবি করেন তিনি।
সামাজিক যোগাযোগের মাধ্যমে নায়েকের সমর্থন বা সমালোচনা উভয়েই অংশ নিয়েছে ইন্টারনেট ব্যবহারকারীরা। অনেকে ‘সাপোর্ট জাকির নায়েক’ হ্যাশট্যাগ ব্যবহার করে তাকে সমর্থন জানাচ্ছেন। আবার কেউবা ‘ব্যান জাকির নায়েক’ হ্যাশট্যাগ ব্যবহার করে তার নিন্দা জানাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com