সোমবার, ২৬ মে ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলমের জন্ম দিন পালন

  • আপডেট টাইম শনিবার, ২ জুলাই, ২০১৬
  • ৫৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক সিদ্দীকি নাজমুল হাসান এর জন্ম দিন উদযাপন করেছে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। গতকাল শুক্রবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে জাকঝমক পুর্ণভাবে জন্ম দিন পালন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু, সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক উজ্জল সরদার, সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ বেলাল, সাবেক ছাত্রলীগ নেতা দেবুল ভট্রাচার্য্য, ছাত্রলীগ নেতা রাজু, কাউছার আহমদ, তারেক খান, মিন্টু দেব, সাগর খান, পারভেজ চৌধুরী, ভিশন রায়, মিজান খান, শাওন, তানবীর আহমদ ইমন, সানি, বিপ্রেশ দাশ, লুৎফুর, আক্তার হোসেন, রাফিজুল, জালামিন, বাবুল, ইউছুপ পাঠান ও বাদশা প্রমুখ। পরে মেধাবী ছাত্রনেতা নাজমুল আলমের দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com