সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টি ॥ ফসলের ব্যাপক ক্ষতি ॥ ১০ ঘন্টা বিদ্যুতবিহীন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা সিলেট কিশোর হত্যার দায়ে বানিয়াচঙ্গের যুবক আটক আয়া চন্দনা রাণীর পোস্টিং লাখাই কাজ করছেন হবিগঞ্জ মাতৃমঙ্গল হবিগঞ্জ পৌরসভা থেকে অবসরপ্রাপ্ত ১৫ কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজল আহমেদের মনোনয়নপত্র বাতিল ধুলিয়াখাল থেকে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ৩ ঘন্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা ॥ ভোগান্তি উপজেলা পরিষদ নির্বাচন হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল মানবসেবার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হবিগঞ্জে সুন্নী আন্দোলনের ইতিহাসে ডাঃ আলাউদ্দিন মৃত্যুঞ্জয়ী চেতনার নাম

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুন, ২০১৬
  • ৩৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ বলেছেন, হবিগঞ্জে সুন্নী আন্দোলনের ইতিহাসে ডাঃ আলাউদ্দিন আল আবেদী এক মৃত্যুঞ্জয়ী চেতনার নাম। তাকে বাদ দিয়ে কখনও সুন্নী আন্দোলনের ইতিহাস রচনা হতে পারেনা। যুগ যুগান্তরে তিনি রাসুল প্রেমিক সুন্নী জনতার হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ প্রেসক্লাবে ঐতিহাসিক বদর দিবস উদ্যাপন, ডাঃ আলাউদ্দিন আল আবেদীর স্মরণসভা ও ইফতার মাহফিলে বক্তারা এ কথা বলেন। হবিগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা ইসলামী ছাত্রসেনা সভাপতি আরিুল ইসলাম রামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি এম এ মুমিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ ওয়াহেদ, অর্থ সম্পাদক মাওলানা সাইদুর রহমান আল ক্বাদরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাহাব উদ্দিন, জেলা সদস্য বেলায়েত উল্লা আলক্বাদরী, জেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান ও সদর থানা সভাপতি জাকির হোসেন প্রমুখ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কুতুবুল হাসান চৌধুরী, খোদ্দামুল মুসলেমিন হবিগঞ্জ জেলার আহবায়ক সরকারী মহিলা কলেজের প্রফেসর একে এম হাবিবুর রহমান, সদর থানা ইসলামিক ফ্রন্ট সভাপতি মোহাম্মদ আলী আবেদী, শায়েস্তাগঞ্জ থানা শাখার সাংগঠনিক সম্পাদক জেলা সদস্য মোঃ ্ইউনুছ আলী সেলিম, মাওলানা গাজী আব্দুল মান্নান, বাহুবল উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি ইয়াছিন তালুকদার, সালেহ আহম্মদ ও সহিদুল ইসলাম লিমন প্রমুখ। বক্তারা বদরের শিক্ষায় উজ্জীবিত হয়ে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সভায় মোনাজাত পরিচালনা করেন জেলা ইসলামিক ফ্রন্ট নেতা মাওলানা আব্দুল কাইয়ূম আখঞ্জি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com