শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

নবীগঞ্জে ভাশুর হত্যা মামলায় মধুমালা শিশু পুত্রসহ গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুন, ২০১৬
  • ৫৫৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ভাসুর হত্যা মামলার আসামী নিলুফা ইয়াসমিন (মধুমালা)কে কোলের সন্তানসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মধুমালা পানিউন্দা ইউনিয়নের বড়চর গ্রামের মোজাহিদ ওরপে জাহিদের স্ত্রী। মোজাহিদও এ মামলার আসামী।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়চর গ্রামের মৃত আমিন উল্লা (লুদু মিয়া)’র ১১ জন ছেলে রয়েছে। বাবার মৃত্যুর পর পরই ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয়। সম্প্রতি নিহত বাবুল মিয়ার দুই ভাই মোজাহিদ ও হারিছ মিয়ার সাথে অপর দুই ভাই ঠান্ডা মিয়া ও সামছু মিয়ার বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি বাবুল মিয়ার উদ্যোগে স্থানীয়ভাবে মিমাংসা হয়। কিন্তু মিমাংসাকারী বাবুল মিয়া ঠান্ডা মিয়া ও সামছু মিয়ার পক্ষপাত করেছেন মর্মে সন্দেহ পোষন করে অপর ভাই মোজাহিদ ওরপে জাহিদ ও হারিছ মিয়াসহ অন্যান্য ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে উঠে বাবুলের উপর। এরই জের ধরে গত ৩ জুন শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে নিহত বাবুল মিয়ার ভাই মোজাহিদ মিয়ার বাড়ির সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে একটি দোকানে চা খাওয়ার জন্য যায়। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা মোজাহিদ, হারিছ, মনর, রিপনসহ অজ্ঞাত নামা কয়েক’জন মিলে বাবুলের উপর হামলা করে এবং এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে। এ সময় ভাইকে রক্ষা করতে অপর ভাই সামছু এগিয়ে আসলে তাকেও রক্তাক্ত জখম করা হয়। তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে বাবুল মিয়া অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এক পর্যায়ে তাদের আর্ত চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের ছেলে জাবেদ আলী বাদী হয়ে গত ৬ জুন নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় নিহত বাবুলের তিন ভাই মোজাহিদ ওরপে জাহিদ, হারিছ মিয়া, মনর মিয়া, ভাতিজা রিপন মিয়া, ভাইয়ের স্ত্রী নিলূফা ইয়াসমীন ও সাজনা বেগমকে আসামী করা হয়। ২ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। ঘটনার পর পরই আসামীরা গ্রেফতার এড়াতে গাঁ ঢাকা দেয়।
গত বুধবার দিবাগত গভীর রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা গোপলার বাজার পুলিশ ফাড়িঁর ইনচার্জ আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মধুমালাকে ওসমানীনগর থানা এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে। মধুমালার কোলে রয়েছে দেড় বছরের শিশু পুত্র ফরহাদ। গতকাল বৃহস্পতিবার সকালে থানা পুলিশ তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে। মা’য়ের সাথে অবুঝ নিষ্পাপ শিশুটিও হাজতবাস করতে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com