চুনারুঘাট প্রতিনিধি ॥ গুলির মুখ থাইক্যা মাল আনি। প্রতি বস্তায় পাই মাত্র ২০ টাকা। এরপরও আপনি আমাদের পেঠে লাথি দিবেন? আপনার কি দয়া মায়া নাই। এক নিঃশ্বাসে কথাগুলো বললো এক মাদক চোরাকারবারী। সে বললো, আমরা গরীব মানুষ। মালামাল আনা নেওয়া করেই চলে আমাদের সংসার। যারা ওই মাল টাকা দিয়া কিনে আনে তাদের তো কিছু হয়না। পত্র পত্রিকায় লেখালেখি হলেই পুলিশ-বিজিবি আমাদেরকে দৌড়ানি দেয়, মামলা দেয়।
সম্প্রতি ঈদকে সামনে রেখে ব্যাপক হারে চোরাচালানী হচ্ছে চুনারুঘাটের বিভিন্ন সীমান্তে। চোরাচালানী পণ্যের মাঝে মাদকই বেশী। হাত বাড়ালেই পাওয়া যায় নানান জাতের মাদক। ভটকা, অফিসার সয়েজ ব্লু, বিয়ার, হুইস্কি আর গাঁজাতে সয়লাব চুনারুঘাট। এসব ব্যবসায় জড়িয়ে পড়েছে প্রভাবশালী গোষ্টীর নারী-শিশু। সীমান্তের চুঙ্গাপুল, লালছড়াপুল দিয়ে প্রতিনিয়ত আসছে মাদক। আইনশৃঙ্খলা বাহিনী এদের আটকাতে পারছেনা। মাদক ব্যবসায় যারা যারা টাকা লগ্নী করছে তারা খুবই প্রভাবশালী। এদের সখ্যতা রয়েছে রাজনৈতিক নেতা-কর্মী সাথে। সমাজে এরা বুক ফুলিয়ে চলাফেরা করে। রাজনৈতিক সভা-মিটিং এ অংশ নেয়, নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করে। এ কারনে পুলিশ এদের ধার-কাছে ঘেঁষতে পারে না। বাল্লা সীমান্তের শহীদ, সাদ্দাম বাজারের দুলু ও চিমটিবিলখাসের ফারুক মুলত এরাই নিয়ন্ত্রন করে পুরো মাদক রাজ্য। পুলিশের খাতায় এদের নাম আছে, কিন্তু এদের টিকিটিও নাড়াতে পারে না আইনশৃঙ্খলা বাহিনী। ভালো মানুষের লেবাসে ওরা চলাফেরা করে। এদের নিয়ন্ত্রনে রয়েছে ২ শতাধিক পাচারকারী। সিএনজি, মোটর সাইকেলে করে মাদক পাচার হচ্ছে। মহিলারা বোরকার আড়ালে চালাচ্ছে ইয়াবা ব্যবসা। স্বামী পরিত্যক্তা সুন্দরী মহিলারা ইয়াবা ব্যবসায় জড়িত। ওই নারীদের সাথে সখ্যতা রয়েছে কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীসহ টাউট-বাটপারদের। এ কারনে ওরা ধরাও পড়ছে না। আমুরোড বাজার, চিমটিবিলখাস, আমু চা বাগান, বাল্লা, টেকেরঘাট, গোবরখলা, ফাটাবিল এলাকার বেশ কয়েকজন নারী এ ব্যবসায় জড়িত। শিশুদেরকে মাদক পাচারে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। দিন দিন বেড়ে চলেছে মাদক ব্যবসা। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদক পাচার রোধে তারা খুবই সজাগ। মাদক পাচার যাতে না হয় সে ব্যাপারে তারা নিয়মিত টহল পরিচালনা করছেন, মাদকের চালানও আটকাচ্ছেন।