বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বানিয়াচঙ্গের ১৫ ইউনিয়নের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬
  • ৫২০ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নে আ’লীগ, বিএনপির দলীয় প্রার্থীসহ মোট ৮৩০জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। যাদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ৭৯জন, সাধারণ সদস্য পদে ৫৭১জন ও সংরক্ষিত সদস্য পদে ১৮০জন প্রার্থী। বৃহস্পতিবার বানিয়াচং উপজেলা পরিষদে স্ব-স্ব ইউনিয়নের নির্বাচনী কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান। এদিকে প্রতীক পাওয়ার পর প্রথম দিন থেকেই সরগরম হয়ে উঠেছে উপজেলার ১৪টি ইউনিয়ন। শুধু প্রচারণাই নয় একই সাথে প্রার্থীদের নির্বাচনী কার্যালয়, ব্যানার, ফেস্টুন এবং পোস্টার সাঠানোর কাজও শুরু হয়ে গেছে। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় এরই মধ্যে আ’লীগের দলীয় প্রার্থীদের নৌকা প্রতীক ও বিএনপির দলীয় প্রার্থীদের ধানের শীষ বরাদ্দ সবার জানা-ই ছিল। তাই এসব দলীয় প্রার্থীরা শুরু থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অপেক্ষায় ছিলেন কেবল অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। গতকাল থেকে তারাও কোমর বেঁধে নেমে পড়েছেন গণসংযোগে। প্রায় প্রার্থীরাই বাড়ি বাড়ি গিয়ে নিজস্ব প্রতীকে ভোট চাইছেন। প্রার্থীদের পদচারনায় এখন প্রতিটি ইউনিয়নে বিরাজ করছে অন্যরকম আমেজ।
চেয়ারম্যান পদে কোন ইউনিয়নে কে কোন প্রতীক পেলেন ঃ বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নে ঃ মিজানুর রহমান (নৌকা), গিয়াস উদ্দিন (ধানের শীষ), খায়রুল বাশার (ঘোড়া), আব্দুছ ছালাম (লাঙ্গল), খন্দকার তালেব উদ্দিন (চশমা)। এই ইউনিয়নে মোট ভোটার ১৭হাজার ৬শ ৭০জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৬শ ৪৯জন আর মহিলা ভোটার ৯ হাজার ২১জন।
২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়নে ঃ হায়দারুজ্জামান খান ধন মিয়া (নৌকা), মোঃ ওয়ারিশ উদ্দিন খান (ধানের শীষ), মোঃ জালাল উদ্দিন খান (ঘোড়া), নেছার আহমদ শেলু (লাঙ্গল)। মোট ভোটার ১৫ হাজার ১শ ১৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪শ ৯৮জন আর মহিলা ভোটার ৭ হাজার ৬শ ২০ জন।
৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে ঃ মোঃ আরফান উদ্দিন (নৌকা), মহিবুর রহমান বাবলু (ধানের শীষ), ছামির আলী (ঘোড়া), কামরুল হুসাইন (দেওয়াল ঘড়ি), মোহাম্মদ আলী (মোটর সাইকেল), মোঃ হাবিবুর রহমান (আনারস), মোঃ ময়না মিয়া (চশমা), সৈয়দ মছরুর আহমদ (লাঙ্গল)। মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৮শ ৫২ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৭শ ৯১ জন আর মহিলা ভোটার ৯ হাজার ৬১ জন।
৫নং দৌলতপুর ইউনিয়নে ঃ মোঃ লুৎফুর রহমান (নৌকা), শেখ আব্দুল হাই (ধানের শীষ), গোপাল চন্দ্র দাস (চশমা), ছাইম উদ্দিন (দেওয়াল ঘড়ি), তোফায়েল আহমেদ (আনারস), মোঃ আব্দুল মোছাব্বির (ঘোড়া), মঞ্জুর কুমার দাস (মোটর সাইকেল)। মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৬শ ৯৭ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ২শ ৭৫ জন। আর মহিলা ভোটার ৯ হাজার ৪শ ২২ জন।
৬নং কাগাপাশা ইউনিয়নে ঃ মোঃ এরশাদ আলী (নৌকা), মোঃ মাইন উদ্দিন (ধানের শীষ), আঃ মোত্তালিব (আনারস), মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী (ঘোড়া)। এই ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৩শ ২৫ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৭৩ জন আর মহিলা ভোটার ৮হাজার ২শ ৫২ জন।
৭নং বড়ইউড়ি ইউনিয়নে ঃ হাবিবুর রহমান (নৌকা), মোস্তাফা আল হাদী (ধানের শীষ), ইয়াওর মিয়া (মোটর সাইকেল), এনামুল হক সবুর (ঘোড়া), মোঃ আবু মুছা (অটোরিক্সা), মোঃ আব্দুল ওয়াহাব (খেজুর গাছ), ইকবাল আহমেদ চৌধুরী (আনারস), মোঃ ফারুক মিয়া শাহ (লাঙ্গল), শাহ আহমুদুর রহমান (চশমা)। এই ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১২ হাজার ৬শ ১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ২শ ১৯ জন আর মহিলা ভোটার ৬ হাজার ৩শ ৯৪ জন।
৮নং খাগাউড়া ইউনিয়নে ঃ শাহ শওকত আরেফীন সেলিম (নৌকা), মোঃ কামরুজ্জামান চৌধুরী (ধানের শীষ), ফরিদ আলী (আনারস), মাসুদ কোরাইশি মক্কী (ঘোড়া)। ভোটার সংখ্যা ১৫ হাজার ৭শ ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৭শ ৪৩ জন। মহিলা ভোটার ৮ হাজার ৪৯ জন।
৯নং পুকড়া ইউনিয়নে ঃ এডঃ আলাউদ্দিন তালুকদার (নৌকা), মোঃ এরাজত মিয়া (ধানের শীষ), আনোয়ার হোসেন (মোটর সাইকেল), আবুল কালাম আজাদ (ঘোড়া), নুরুল হক (চশমা), মোঃ নাছির উদ্দিন (আনারস), শেখ হিফজুর রহমান (খেজুরগাছ)। ভোটার ১৬ হাজার ২শ ১২ জন। তন্মধ্যে পুরুষ ৮ হাজার ৭৬জন আর মহিলা ভোটার ৮ হাজার ১শ ৩৬জন।
১০নং সুবিদপুর ইউনিয়নে ঃ মোঃ আবুল কাশেম চৌধুরী (নৌকা), মোঃ আক্তার মিয়া আখঞ্জি (ধানের শীষ), মোঃ আব্দুর রউফ (ঘোড়া)। ভোটার সংখ্যা ১০ হাজার ৩শ ৩০ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ১শ ৩৭ জন। আর মহিলা ৫ হাজার ১শ ৯৩ জন।
১১নং মক্রমপুর ইউনিয়নে ঃ মোঃ আহাদ মিয়া (নৌকা), মোঃ কুহিনুর আলম (ধানের শীষ), আবুল বাসার (মোটর সাইকেল), মোঃআব্দুর রউফ (ঘোড়া), মোঃ ছাদেকুর রহমান লিটন (আনারস)। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ১শ ৬০ জন। পুরুষ ভোটার ৮ হাজার ২শ ৪১ জন আর মহিলা ভোটার ৭ হাজার ৯শ ১৯ জন।
১২নং সুজাতপুর ইউনিয়নে ঃ বর্তমান চেয়ারম্যান মোঃ এনাম খান চৌধুরী ফরিদ (মোটর সাইকেল), মোঃ আব্দুল কদ্দুছ (নৌকা), প্রবীর কুমার চক্রবর্তী (ধানের শীষ), মোঃ হেলাল মিয়া (আনারস), মোঃ বাছির মিয়া (চশমা), মলু মিয়া তালুকদার (ঘোড়া), মোঃ লিয়াকত (লাঙ্গল)। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫০ জন। পুরুষ ভোটার ৬ হাজার ৪শ ৯৬ জন। আর মহিলা ভোটার ৬ হাজার ৫শ ৫৪ জন।
১৩নং মন্দরী ইউনিয়নে ঃ শেখ সামছুল হক (নৌকা), মোঃ আব্দুর রব (ধানের শীষ), মোঃআব্দুল হাকিম (ঘোড়া), মোঃ ইকবাল হোসেন (আনারস), মোঃ নুরুল হুদা (মোটর সাইকেল), নুর মিয়া (টেলিফোন)। এই ইউনিয়নে মোট ভোটার ১২ হাজার ৬৪ জন। তার মধ্যে পুরুষ ৬ হাজার ১শ ৩৮ জন আর মহিলা ৫ হাজার ৯শ ২৬ জন।
১৪নং মুরাদপুর ইউনিয়নে ঃ মোঃ রফিকুল হক পাশা (নৌকা), মোঃ মধু মিয়া (ধানের শীষ), মোঃ আফরাজুল চৌধুরী  (মোটর সাইকেল), জালাল উদ্দিন আহমেদ (আনারস), শেখ মোস্তাকিমুল হোসেন (চশমা), সুহেল চৌধুরী (ঘোড়া)। ভোটার সংখ্যা ৯ হাজার ৩শ ২৪ জন। পুরুষ ৪ হাজার ৭শ ৩৫ জন। আর মহিলা ভোটার ৪ হাজার ৫শ ৮৯ জন।
১৫নং পৈলারকান্দি ইউনিয়নে ঃ মোঃ ফজলুর রহমান খান (নৌকা), মোঃ কামাল তালুকদার (ধানের শীষ), মোঃ আনিসুর রহমান তালুকদার (ঘোড়া) ও মোঃ নাসির উদ্দিন চৌধুরী (আনারস)। এই ইউনিয়নে মোট ভোটার ১২ হাজার ৬শ ৮ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৩শ ২৮ জন। আর মহিলা ভোটার ৬ হাজার ২শ ৮০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com