শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

চুনারুঘাটে মাটির দেয়াল চাপায় ঘুমন্ত শিশু নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬
  • ৫৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মাটির দেয়াল চাঁপা পড়ে সাথী সরকার নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত সাথী সরকার চুনারুঘাট উপজেলার লাল চান চা বাগানে কানাই লাল সরকারের মেয়ে। গতকাল সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় সে দেয়াল চাপা পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে প্রচুর বৃষ্টিপাতের কারণে কানাই লাল সরকারের মাটির দেয়াল ধ্বসে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে শিশু সাথী সরকার ও তার বড় বোন কল্পনা। ঘটনাস্থলেই শিশু সাথী মারা যায়। গুরুতর আহত অবস্থায় সাথীর বড় বোন কল্পনাকে স্থানীয়রা উদ্ধার করে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী জানান, নিহত শিশুর লাশ আত্মীয়-স্বজনরা গ্রামের বাড়িতে দাহ করেছে এবং অপর আহত শিশুকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com