বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

সন্তান ছেলে বা মেয়ে হওয়ার কারণ

  • আপডেট টাইম সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ৬০৮ বা পড়া হয়েছে

মানবজীবনের অনেক রহস্যই আমাদের কাছে অজানা। মাত্র কয়েকদিন আগেও জীবকোষের অন্তর্নিহিত কর্ম ও জেনেটিক বিজ্ঞানের সুশৃঙ্খল গতি-প্রকৃতি আমাদের কাছে একেবারেই অজানা ছিল। কিন্তু একটু করে জীববিজ্ঞানের সফলতার পাশাপাশি আজ আমরা স্পষ্টভাবেই জানতে পেরেছি, একটি ছেলে হয় অবশ্যই গুণগত কোনো বৈশিষ্ট্যের কারণে। তেমনিভাবেই একটি সন্তান ছেলে না হয়ে মেয়ে হয়, তাও নির্দিষ্ট বৈশিষ্ট্যের গুণে। সন্তান ছেলে, না মেয়ে হবেÑতা নির্ধারিত হয় ক্রোমোজমের মাধ্যমে। মানবদেহে ২৩ জোড়া ক্রোমোজম থাকে। এর মধ্যে এক জোড়া থাকে লিঙ্গ নির্ধারণী ক্রোমোজম। অর্থাৎ এর মাধ্যমেই নির্ধারিত হয়, সন্তান ছেলে না হয়ে মেয়ে হবে। পুরুষের একজোড়া ক্রোমোজম আছে ‘ণ’ ও ‘ঢ’. কিন্তু নারীদের থাকে শুধু ‘ঢ’ ও ‘ঢ’। এখানে উল্লেখ্য, ওই ‘ণ’ ক্রোমোজমই হচ্ছে পুরুষজাত ক্রোমোজম। এ কারণে পুরুষ সন্তানের সৃষ্টি হয়। নারীর মধ্যে যেহেতু ‘ণ’ ক্রোমোজম অনুপস্থিত, সেহেতু ছেলে হওয়া বা না হওয়ার জন্য নারীকে দায়ী করার যে প্রবণতা আমাদের সমাজে বিদ্যমান, তা নিতান্তই অনৈতিক কাজ। যৌনমিলনের কারণে পুরুষের ‘ণ’ ক্রোমোজম মিলিত হলে যে সন্তানের জন্ম হবে, তা হবে ছেলে সন্তান। আর যদি পুরুষের  ‘ঢ’-এর সঙ্গে নারীর ‘ঢ’ মিলিত হয়, তাহলে মেয়ে হবে। কাজেই ছেলে বা মেয়ে হওয়ার ব্যাপারে একক ভূমিকা নিহিত রয়েছে পুরুষের ক্রোমোজমে। কেননা লিঙ্গ নির্ধারণী ক্রোমোজম ‘ণ’ (পুরুষজাত) ও ‘ঢ’ (স্ত্রীজাত) কেবল পুরুষের ক্ষেত্রেই বিদ্যমান। এটি নারীর মধ্যে উপস্থিত নেই।
লেখক : চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ কনসালট্যান্ট ও ব্যবস্থাপনা পরিচালক, আল-রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা ০১৭১৫৬১৬২০০, ০১৮১৯২১৮৩৭৮

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com