শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

বানিয়াচঙ্গের ১৪ ইউনিয়নে মনোনয়নপত্র বাছাই শেষ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬
  • ৬৬১ বা পড়া হয়েছে

মখছিল মিয়া, বানিয়াচং থেকে ॥ ৩য় দফা ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র বাছাই এর শেষ তারিখ গতকাল ৩০ মার্চ বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৪, মেম্বার পদে ১৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারগণ। তন্মধ্যে পুকড়া ইউনিয়নের বিএনপির ২জন মনোনয়ন দাবীদার এর মধ্যে মোঃ এরাজত মিয়ার কাগজপত্র পর্যালোচনা করে সঠিক বিএনপির প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র বৈধ রেখে অপর বিএনপির প্রার্থী হিসেবে মোঃ মিজানুর রহমান এর মনোনয়ন বাতিল করেন ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ জাকির হোসেন, সুজাতপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মলু মিয়া তালুকদার ও মুরাদপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিন আহমেদ এর মনোনয়ন বাতিল করা হয়। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং উত্তর পুর্ব ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের খুশবানু, মেম্বার পদে জসিম বক্স, ৫নং ওয়ার্ডের আলা হোসেন, লিটন মিয়া, ৮নং ওয়ার্ডের আবু হাসান, ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মনোয়ারা আক্তার মনি, মাজেদা বেগম, মেম্বার পদে ২নং ওয়ার্ডের ইনছাব আলী, ৩নং ওয়ার্ডের জাহেদ মিয়া ও ৬ নং ওয়ার্ডের মাহমুদ মিয়া, ৩নং দক্ষিন-পূর্ব ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৮নং ওয়ার্ডের মিরা নন্দী, ৬নং ওয়ার্ডের মোছাঃ সামিরুন আক্তার, ১নং ওয়ার্ডের মমতা বেগম, ৮নং ওয়ার্ডের ফয়ছল আহমেদ, কবির মিয়া, ৯নং ওয়ার্ডের বাচ্চু মিয়া, সুজাতপুর ইউনিয়নের গীতা রানী রায়, মেম্বার পদে আবুল কাশেম মিয়া, মন্দরী ইউনিয়নের ৩ ওয়ার্ডের আঃ রহমান আনছারী, মুরাদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদে আশরাফ উদ্দিন তালুকদার এর মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারগণ। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান এ প্রতিনিধিকে জানান, যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আগামী ১ এপ্রিল ২০১৬ ইং পর্যন্ত জেলা নির্বাচন অফিসার এর কাছে আপিল করার সুযোগ পাবে। উল্লেখ্য, ৩য় দফা ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনের বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৮৬, মেম্বার পদে ৫৮৪ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com