বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বৈষম্যবিরোধী আন্দোলনে বানিয়াচং ও হবিগঞ্জে ১১ হত্যাকান্ডের ঘটনায় ॥ সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হতে পারে প্রতিবেদন হবিগঞ্জ বিজিবির অভিযান ॥ চোরাচালান চক্রের পর্দা ফাঁস তেলের লরিতে করে পাচারকালে সোয়া কোটি টাকার পন্য আটক প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত চুনারুঘাটে অনুপ্রবেশের দায়ে নারী-পুরুষ আটক অলিপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হ্ইাওয়ে পুলিশ ক্যাম্প নির্মাণ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে সবাইকে ঐকবন্ধ থাকতে হবে-সৈয়দ মোঃ শাহজাহান হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৪ আসামি গ্রেপ্তার নবীগঞ্জে দিন মজুরের ১ মাসের বিদ্যুৎ বিলে ১ লাখ ৬৭ হাজার টাকা মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ নারী আটক বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে জাতীয় কমিটির সদস্য হলেন জিকে গউছ

উন্নয়নের স্বার্থে আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে নৌকার মার্কার প্রার্থীকে বিজয়ী করুন-আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম সোমবার, ২৮ মার্চ, ২০১৬
  • ৫৮৬ বা পড়া হয়েছে

প্রেস বিজপ্তি ॥ আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এম এ কাদির শামসু’র সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৪ টায় ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ পথ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সিরাজ মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক শচীন্দ্র কুমার গোপের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার আলী, রন্টু পুরকায়স্থ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ আব্দুল শহীদ, গাজীউর রহমান গাজী, রিপন কুমার গোপ, মোঃ শাহজাহান মিয়া, মোঃ আব্দুল শহীদ মিয়া, রনজিৎ দেবনাথ, বাবুল গোপ, উমা কান্ত দেবনাথ, প্রানকৃষ্ণ গোপ, রাখেশ গোপসহ ইউনিয়ন আওয়ীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম বলেছেন, উন্নয়নের স্বার্থে উপজেলার ৫টি ইউনিয়নের নৌর্কা মার্কার প্রার্থীকে বিজয়ী করুন। ৯৬ ইংরেজিতে আওয়ামীলীগ প্রথম ক্ষমতায় আসার পর সুরঞ্জিত সেন গুপ্তের নেতৃত্বে আজমিরীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের ব্যাপক সূচনা হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মতো আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর এমপি আব্দুল মজিদ খানের নেতৃত্বে শরীফ উদ্দিন রোডসহ অসংখ্য ব্রীজ, কালভার্ট, স্কুল কলেজ মাদ্রাসা, বিদ্যূত, রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখার স্বার্থে এম এ কাদির শামসুকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। তিনি উপজেলা যুবলীগসহ আওয়ামী পরিবারের সকল নেতাকর্মীকে নৌকা মার্কার সমর্থনে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি উপজেলার ৫টি ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে এক যোগে কাজ করার জন্য তাদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com