শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

লাখো মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় চির নিদ্রায় শায়িত মোস্তফা শহীদ

  • আপডেট টাইম শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬২৫ বা পড়া হয়েছে

আবু হাসিব খান চৌধুরী পাবেল \ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ৫ দফা জানাজা নামাজ শেষে নিজ বাংলোর পাশে চির নিদ্রায় শায়িত হয়েছেন বর্ণাঢ্য এ রাজনীতিবিদ। তার মৃত্যুতে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ ৭ দিনের শোক কর্মসুচী ঘোষণা করেছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রী পরিষদ, সংসদ সদস্যগন জানাজায় অংশ নেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারে লাশ আনা হয় নিজ জেলা হবিগঞ্জে। সকাল ১২টায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় হবিগঞ্জের কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে। জানাজায় অংশ নেন সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস সহিদ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতিএডভোকেট আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, পিপি সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক পিপি আকবর হোসেইন জিতু, সাবেক সংসদ সদস্য এডভোকেট চৌধুরী আব্দুল হাই, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার সাজিদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, ওসি মোঃ নাজিম উদ্দিনসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকার সংসদ সদস্যগণ ছাড়াও আওয়ামীলীগ, বিএনপি, জাপাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ হাজার-হাজার মুসল­ী।
জানাজা শেষে জেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন সংগঠন তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
তৃতীয় জানাজা দুপুর ২টায় মাধবপুর মাধবপুর পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে সংক্ষিপ্ত শোক সভায় স্মৃতি চারণ করতে গিয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পরে। সংসদ সদস্য এডঃ মাহবুব আলীর সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডঃ মোহম্মদ আলী পাঠান, সাবেক পিপি আকবর হোসেন জিতু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ্ মোঃ মুসলিম, সহ-সভাপতি রহম আলী, আব্দুর নুর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, বিশিষ্ট শিল্পপতি আমজাদ হোসেন চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এখলাছু রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম,  পৌর আওয়ামীলীগের সভাপতি বেনু রঞ্জন রায়, সহকারী কমিশনার (ভুমি) রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, এনামুল হক মোস্তফা শহীদের সন্তান নিজামুল হক রানা প্রমুখ। পরে উপজেলা মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নানের ইমামতিতে জানাযার নামায অনুষ্টিত হয়।
habiganj pic copyঅপর দিকে বিকাল ৪টায় চুনারুঘাট ঈদগা মাঠে অনুষ্ঠিত হয় চতুর্থ জানাজা। এতে অংশ নেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাউদ্দিন সিরাজ পিপি, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটির ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সাধারণ সম্পাদক আরিফুল হাই রাজিব, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী আঃ লতিব, মাওলানা তাজুল ইসলাম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ আলী মাষ্টার, রজব আলী, যুগ্ন সম্পাদক আনোয়ার আলী, যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সেক্রেটারি কে এম আনোয়ার হোসেন, পৌর আওয়ামীলীহ সভাপতি আবু তাহের মিয়া, সেক্রেটারি আবুল খয়ের, আওয়ামীলীগ নেতা হুমায়ুুণ কবির, আঃ মালেক, আলাউদ্দিন আলী, নাসের আহমেদ, মহরম আলী, আঃ আ্উয়াল, আশ্রাব আলী হাবিলদার, আঃ কদ্দুছ, ময়না মিয়া, সবুজ তরফদার, এখলাছুর রহমান, শফিক মিয়া, হাজী আকবর আলী, আঃ রউফ, ফরিদ মিয়া, আব্দাল মিয়া, আঃ মালেক, জলিল মিয়া, আঃ সামাদ মাষ্টার, ইদ্রিছ আলী, ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সাবেক সেক্রেটারি সাইফুল আলম রুবেল, কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, সেক্রেটারি মুজিবুর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, মুক্তিযোদ্ধাগন, দলীয় নেতাকর্মীসহ ১০ সহ¯্রাধিক মুসল­ী। জানাজা শেষে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, চা বাগান নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন সংগঠন তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়।
সর্বশেষ বিকাল ৫টায় শায়েস্তাগঞ্জের কুটিরগাঁও গ্রাম অনুষ্ঠিত হয় ৫ম জানাজা। এতে শায়েস্তাগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ হাজার-হাজার মানুষ অংশ নেয়। সন্ধ্যায় নিজ গ্রাম কুটিরগাঁওয়ের তার বাংলোর এক কোণে মা-বাবার পাশে তাকে শায়িত করা হয়। প্রতিটি জানাজার নামাজের পুর্বে মরহুম এনামুল হক মোস্তফা শহীদকে শেষ শ্রদ্ধা জানাতে এবং তাকে এক নজর দেখতে হাজার-হাজার মানুষের ঢল নামে। এনামুল হক মোস্তফা শহীদের লাশ ঈদগা মাঠে নিয়ে আসলে আবাল, বৃদ্ধ বণিতা তাকে এক নজর দেখার জন্য ছুটে আসেন এবং মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এদিকে এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ ৭ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন ভবন ও প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com