শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

নৃশংস ছোট বহুলা

  • আপডেট টাইম শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক \ হবিগঞ্জ শহর থেকে ৩ কিলোমিটার দুরত্বে ছোট বহুলার অবস্থান। গ্রামের বেশির ভাগ মানুষ শিক্ষিত হলেও কিছু মানুষ রূপী পশু সেই গ্রামে বসবাস করে। সেই মানুষ রূপী হায়েনারা কিছু দিন বিরতী দিয়ে একে অপরের উপর নৃশংস ও বরবরভাবে হামলা করে থাকে। যা কয়েক হাজার বছর আগের আদিম যোগের সেই নরপশুদেরকেও হার মানায়। আধুনিক সভ্যতার যোগে জীবন্ত একটা মানুষের কান কেটে নিয়ে যাওয়া, প্রতিবাদে ভর দুপুরে প্রতিপক্ষের হাত ও কান কেটে নিয়ে উল­াস করা কোন সমাজে আছে? শুধু তাই নয়, কেটে নিয়ে যাওয়া হাত পুলের উপর আঁচড়িয়ে তেতলানোর ঘটনা ঘটেছে ছোট বহুলা গ্রামে। ছোট বহুলায় এমন ঘটনা প্রায়ই ঘটে যা শরীর শিয়রে উঠার মতো। আধা বর্গকিলোমিটার আয়তনের ওই গ্রামে এক হাজারের চেয়ে কিছু বেশি ভোটারের বসবাস। জনসংখ্যার দিক দিয়ে সব মিলিয়ে ৩ হাজারের মতো। ছোট এই গ্রামে ৭জন আইনজীবীসহ রয়েছেন একাধিক ডাক্তার, মেডিকেল পড়ুয়া শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ুয়া ও উত্তীর্ণ শিক্ষার্থী। জজকোর্টের প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন সরকারী বেসরকারী ব্যাংক, বীমা অফিস, পুলিশ, সেনা বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনীতেসহ বিভিন্ন অফিস আদালতে চাকুরী করেন এমন মানুষের সংখ্যাও হবে প্রায় দুইশত জন। আমেরিকা, লন্ডন, মধ্যপ্রাচ্য প্রবাসী রয়েছেন সেই গ্রামের ৫০ জনের মতো। এসব শিক্ষিত ও সমাজ সচেতন মানুষের আড়ালে ছোট বহুলা গ্রামে বসবাস করে থাকে কিছু দুর্বৃত্ত ও গ্রাম্য দাঙ্গাবাজ যারা প্রায়ই নিজেদের কর্মকান্ডের কারণে সমাজকে, প্রশাসনকে অস্থির করে রাখে। এক সাথে চা বিস্কিট খেয়ে একজন আরেকজনকে কুপিয়ে ক্ষতবিক্ষত করার ঘটনাও ঘটেছে ছোট বহুলা গ্রামে। আবার কুচিয়ে কুচিয়ে প্রতিপক্ষের নাড়ী ভূরি বের করে দেয়ার কাহিনীও আছে সেখানে। প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর অগ্নি সংযোগ লুটপাটের ঘটনা ছোট বহুলা গ্রামের বেলায় অনেকটা ছেলে খেলার মতো ঘটনা। রমজান মাসে ইফতারের পূর্ব মুহুর্তে প্রায় প্রতিদিন সংঘর্ষের ঘটনার একমাত্র দাবীদার ছোট বহুলা। গ্রামের বাসিন্দা যারা গ্রামের শান্তি বিরাজ করার পক্ষে অবস্থান নেয়ার চেষ্টা করেন তাদেরকে কোনো সুযোগই দিতে চান না গ্রাম্য দাঙ্গাবাজ পশুরা। এমনও শুনা যায় ওই গ্রামে গোষ্ঠিবেধে একেকটি ছেলে সন্তানের জন্ম হলে তার জন্য আগে থেকেই একেকটি দেশীয় অস্ত্র চিহ্নিত করে রাখা হয়। যা শিশু বয়সেই সে প্রতিপক্ষের বিরুদ্ধে অস্ত্রটি ব্যবহার শুরু করতে পারবে। অনেকটা কুকুর বা বিড়াল ছানার মতো অল্প বয়সেই মা বাবারা সন্তানদেরকে খেলার ছলে মারদাঙ্গা শেখানোর প্রবনতা ছোট বহুলা গ্রামে প্রায়ই দেখা যায়। এমন পরিস্থিতে গত এক মাসে ছোট বহুলা গ্রাম ছেড়ে শহরে এসে ভাড়া বাসায় বসবাস শুরু করেছেন অন্তত ৭/৮টি পরিবার। আরও এক ডজন পরিবার শহরে বাসা খুজছেন গ্রাম ছেড়ে চলে আসার জন্য। নাজুক পরিস্থিতিতে প্রবাসীরা দেশে আসতে সাহস পাচ্ছেন না। শহরে বসবাসকারী মানুষগুলো গ্রামে যেতে চাচ্ছেন না। স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হৃাস পাচ্ছে। কয়েকজন ব্যক্তির উদ্যোগে গড়ে তুলা আনন্দ নিকেতন স্কুলে শিক্ষকরা পর্যন্ত যাচ্ছেন না। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকেও প্রচন্ড বেগ পেতে হচ্ছে। ৩ হাজার মানুষের মধ্যে সর্বোচ্চ ৫০জন মানুষরুপি হায়েনার কারণেই গ্রামে এ পরিস্থিতি বিরাজ করছে। অনেকে মনে করেন ছোট বহুলা গ্রামে যৌথ অভিযান এখন সময়ের দাবী। চিরুনি অভিযানের মাধ্যমে গ্রাম্য দাঙ্গাবাজদের গ্রেফতার, চলমান নৃশংসতা বন্ধে নিয়মিত পুলিশী অভিযান, গ্রেফতারকৃতদের দৃষ্টান্ত মূলক শাস্তির মুখোমুখি করারও দাবী এলাকাবাসীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com