বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

মাধবপুরে জোড়া খুনের ঘটনায় পৃথক মামলা দায়ের \ সাবেক চেয়ারম্যান ও সদস্যসহ আসামী ১৭৮

  • আপডেট টাইম রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৭৫ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামে জোড়া খুনের ঘটনায় থানায় পৃথক দু’টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে সাবেক ইউ/পি চেয়ারম্যান আজিজুর রহমান বাচ্চুকে  প্রধান আসামী করে ১০০ জনের নাম উলে­খ করে নিহত জলিল মিয়ার পিতা সাজু মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ইউপি সদস্য ছোট্টু মিয়াকে প্রধান আসামী করে ৭৮ জনের বিরুদ্ধে অপর একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রোকেয়ার মা কুলসুমা বেগম।
উলে­খ্য, উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের ফজল মিয়ার সঙ্গে একই গ্রামের ইউপি সদস্য খলিলুর রহমান ছুট্টো মিয়ার লোকজনদের মধ্যে দীর্ঘদিন যাবৎ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। গত রোববার আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় ৫০জন আহত হয়। এর জের ধরে বুধবার রাত পৌনে ৭টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংষর্ষ চলাকালে অস্ত্রের আঘাতে ওই গ্রামের রহিছ আলীর মেয়ে রোকেয়া বেগম (২০) নিহত হয় এবং কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় একই গ্রামের সাজু মিয়ার ছেলে মোঃ জলিল মিয়া (৩০) কে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পুলিশ ১৩ নারীকে গ্রেফতার করে। বর্তমানে গ্রেফতারকৃতরা জেল-হাজতে রয়েছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোল­া মুনির হোসেন জানান, জোড়া খুনের ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com