স্টাফ রিপোর্টার \ বানিয়াচং সদরের বড়বাজারে বশির স্টীল এর শো-রুমে গত বুধবার রাতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের বিবরণে জানা যায়, প্রতিদিনের ন্যায় ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে বশির স্টীল এর স্বত্বাধিকারী মোঃ বশির আহমেদের ছোট ভাই মোঃ সাহাব উদ্দিন বাড়ীতে চলে যান। পর দিন বৃহস্পতিবার সকালে দোকানে গিয়ে দেখতে পান দোকানের সাটার ভেঙ্গে চুর ঘরে প্রবেশ করে ১টি স্যামসাং মডেল এর ল্যাপটপ, স্যামসাং মোবাইল সেট ও ড্রয়ারের লক ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। বিষয়টি বানিয়াচং থানা পুলিশকে অবহিত করলে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।