প্রেস বিজ্ঞপ্তি \ বানিয়াচং উপজেলার রতœা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দাতা সদস্য সুশীল চন্দ্র দাস, সদস্য তালিম উদ্দীন সরদার, খান বাহাদুর ইয়াহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুলাহ মিয়া, শিক্ষক মিজানুর রহমান, দীপক কুমার দাস, অবিনাস দাস, মোঃ জাহাঙ্গীর হোসেন, হর কুমার দাস, প্রদীপ দাস, ইউপি সদস্য মিনা রাণী দাস, ইনারা খাতুন, ছাত্র নেতা হাবিবুর চৌধুরী, ইয়াহিয়া চৌধুরী, শিক্ষার্থী নিতেশ দাস, নাঈমা খাতুন, শিরিন চৌধুরী, জয় দাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন বানিয়াচং উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা শফিকুর রহমান।