বুধবার, ২৮ মে ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী শহরে টিসিবি পণ্য আটকের ঘটনায় মামলা দায়ের বাহুবলে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ ২ ব্যক্তি আটক দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ইংল্যান্ড প্রবাসী আব্দুল মজিদকে সংবর্ধনা মাধবপুরে ভোক্তা অধিকার আইনে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ভূমি মেলার সমাপনী সভায় ইউএনও ॥ জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে আধুনিক ভূমি সেবা নবীগঞ্জে প্রথমবারের মতো শুরু ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা নবীগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন মাধবপুরে জাইকার সহায়তায় ২২৯৮ জোড়া বেঞ্চ বিতরন

হবিগঞ্জে ইজতেমা মাঠে লাখো মুসল­ীর জুম্মার নামাজ আদায়

  • আপডেট টাইম শনিবার, ২ জানুয়ারী, ২০১৬
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরঘেষা সুলতান মাহমুদপুর এলাকায় চলছে ৩ দিনব্যাপী ইজতেমা। শুক্রবার ইজতেমার দ্বিতীয় দিনে ইজতেমা ময়দানে জুম্মার নামাজ আদায় করা হয়েছে। নামাজে লাখো মুসল­ীর সমাগম ঘটে। এতে ভারত পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল­ীগণ অংশ নেন। হবিগঞ্জ জেলার ইতিহাসে এটিকেই সর্ববৃহৎ জুম্মার জামাত বলছেন সবাই।
সুলতান মামদপুর এলাকায় হবিগঞ্জ-লাখাই সড়কের দু’পাশে ইজতেমায় আগত মুসল­ীদের জন্য ৪টি গেইট করা হয়েছে। মুসল­ীদের অজুর ব্যবস্থা এবং শৌচকর্মের জন্য অসংখ্য টয়লেট নির্মাণ করা হয়েছে। মুসল­ীদের পানি খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মুসল­ীদের নিরাপত্তার জন্য পুলিশের ক্যাম্প করা হয়েছে। পুলিশ সার্বক্ষণিক আইন শৃংখলার দায়িত্ব পালন করছে। শনিবার পর্যন্ত চলবে ইজতেমা। ইজতেমায় আগত মুসল­ীরা পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকির আসকার করছেন। দেশের বিভিন্ন স্থান থেকে উলামায়ে কেরামগণ এসে ইজতেমার মঞ্চে বক্তৃতা করছেন।
আয়োজকগণ জানান, টঙ্গির তুরাগ তীরের বিশ্ব ইজতেমার অংশ হিসেবে এবার দেশের ৩২টি জেলায় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ইজতেমা ময়দানে জুম্মার জামাতে ইমামতি করেন তাবলীগ জামাতের কাকরাইল মসজিদের খতিব হাফেজ মাওঃ জুবাইর আহমদ। জুম্মার নামাজে স্থানীয় এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের মুসল­ীরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে ইজতেমার বয়ানে শরীক হন মুসল­ীরা। ইজতেমা আয়োজক কমিটির সাথে সংশ্লিষ্ট মাওঃ জাবের আল হুদা জানান, হবিগঞ্জ জেলায় এই জুম্মার জামাত সর্ববৃহৎ। এর আগে এ বড় জামাত জেলার কোথাও হয়নি। তাবলীগের সাথী ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম জানান, তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বীদের সম্মতিক্রমে দেশের ৩২টি জেলায় ইজতেমা অনুষ্টিত হচ্ছে। আমাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সব রকম নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com