শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

নবীগঞ্জে ছাবির আহমদ চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫
  • ৪৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জে আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহণে কর্মী, সমর্থক ও ভোটারদের মধ্যে নবীগঞ্জ শহর সহ পৌর এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীদের গণসংযোগ, লিফলেট বিতরণ, প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠে নবীগঞ্জ পৌর এলাকা। ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। গতকাল বুধবার নবীগঞ্জ পৌর শহরে বিএনপি মনোনীত ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ এবং পাশাপাশি পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ প্রচার প্রচারণার পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে প্রাণচাঞ্চল্য ও উৎসাহ বিরাজ করেছে সবার মধ্যে। নবীগঞ্জ ওসমানী রোডস্থ রাজাবাদ পয়েন্টে ও নবীগঞ্জ নতুন বাজার মোড়ে পৃথক পৃথকভাবে পথসভা অনুষ্ঠিত হয়। উভয় পথসভায় সভাপতিত্ব করেন সাবেক এমপি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌর মেয়র প্রার্থী প্যানেল মেয়র ও নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনের মনিটরিং কমিটির সদস্য সচিব মোঃ শাহজাহান। বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক ও পৌর নির্বাচন সিলেট বিভাগীয় মনিটরিং সেলের সদস্য সচিব ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সাবেক এমপি বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাম্মী আক্তার শিফা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু প্রমূখ। এতে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, তাতী দল, কৃষক দল, মৎসজীবি দল, উলামা দল, সাইবার দল, পৌর ও উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মী এবং ২০ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মোঃ শাহজাহান বলেন, কেন্দ্রীয় বিএনপি ও ২০ দলীয় জোট নবীগঞ্জ পৌরসভায় পরীক্ষিত সমাজ সেবক, বারবার নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর প্রতীক ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করার আহŸান জানান। স্বাগত বক্তব্যে মেয়র প্রার্থী ছাবির আহমদ বলেন, নবীগঞ্জ পৌরসভাকে আধুনিক রূপে গড়ে তুলতে জানযট মুক্ত শহর গড়তে আমাকে ভোট দিয়ে আপনারা বিজয়ী করবেন বলে আমি বিশ্বাস করি। আপনাদের খেদমতে নিবেদিত প্রাণ হিসেবে আমার সর্বাত্মক প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com