স্টাফ রিপোর্টার \ মাহমুদপুরে পুুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার ডিবি পুলিশের এসআই সুদ্বীপ রায় বাদী হয়ে সদর থানায় ডাকাতি এবং অস্ত্র আইনে এসব মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উলেখ করে দুইজনকে অজ্ঞাত আসামি করা হয়। আহত পুলিশ সদস্য ও আটক ডাকাতদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, বৃহস্পতিবার রাতে ১০/১২ জন দুর্বৃত্ত মাহমুদপুরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে একদল ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে পুলিশ-ডাকাতদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে সাত পুলিশ সদস্য আহত হন। এ সময় পাঁচ ডাকাতকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। আহত ডাকাত ও পুলিশ সদস্যদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।