বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

দুই ভাগে হেফাজতে ইসলাম

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩
  • ৩৫৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ হেফাজতে ইসলাম কার্যত এখন বিভক্ত। এক ভাগ সরকার সমর্থক। এ ভাগের নেতারা বলছেন, সরকার অনুমতি না দেয়ায় মঙ্গলবার ঢাকার মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। তবে পুলিশ বলছে হেফাজত নিজ থেকেই সমাবেশ স্থগিত করেছে তাদের সমাবেশ করতে না দেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে সরকার বিরোধী হেফাজতের অপর পক্ষ ঢাকায় সমাবেশ করতে না পারলেও সারাদেশে সমাবেশ করবে বলে জানিয়েছে। এ পক্ষ নতুন কর্মসূচী দেয়া হবে বলেও জানিয়েছে। সংগঠনটি তাদের ১৩ দফা দাবি আদায়ে ঢাকার শাপলা চত্বরে মহাসমাবেশের কর্মসূচি দিয়েছিল ২৪ ডিসেম্বর মঙ্গলবার। কিন্তু ঢাকায় এই সমাবেশের অনুমতি না পাওয়ার দাবি করে সোমবার এক সংবাদ সম্মেলনে সমাবেশ স্থগিতের ঘোষণা দেন সংগঠনের সরকার সমর্থক নেতারা। হেফাজতের নায়েবে আমির এবং ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোসাইন কাসেমী বারিধারায় জামেয়া মাদানিয়া মাদ্রাসায় সংবাদ সম্মেলনে বলেন, যাবতীয় প্রস্তুতি থাকার পরও সরকারের বাধার কারণে তারা সমাবেশ করতে পারছেন না। তিনি জানান, পুলিশের বাধার কারণে হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ আহমেদ শফি ও মহাসচিব জুনায়েদ বাবুনগরী চট্টগ্রামের হাটহাজারি থেকে ঢাকায় রওয়ানা হতে পারেননি। হেফাজতের এই নেতা নূর হোসাইন কাসেমীকে রোববার দু’দফা আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দারা তাদের হেফাজতে নিয়ে যান। এরপর সোমবার তিনি শাপলা চত্বরে সমাবেশ স্থগিত করার কথা জানান। এদিকে হাটহাজারির সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন জানান, মাওলানা শাহ আহমেদ শফি ও জুনায়েদ বাবুনগরী চট্টগ্রামের হাটহাজারি বড় মাদ্রাসা থেকে সকাল ১১টার পর ঢাকায় যাওয়ার জন্য বের হন। তখন পুলিশের একটি দল তাদের ঢাকায় না যেতে অনুরোধ করলে তারা মাদ্রাসায় ফিরে যান। তবে এই ঘটনার পর হাটহাজারি মাদ্রাসার ভিতরে এক সংবাদ সম্মেলনে জুনায়েদ বাবুনগরী দাবি করেন পুলিশি বাধার কারণে তিনি এবং হেফাজতের আমির ঢাকা যেতে পারেননি। ঢাকায় সমাবেশ করতে না দেয়া হলে সারাদেশে জেলায় জেলায় সমাবেশ করা হবে বলে তিনি ঘোষণা দেন। এদিকে হেফাজতের দুই শীর্ষ নেতাকে পুলিশ ঢাকা যেতে দেয়নি এই খবরে হাটহাজারি মাদ্রাসার ছাত্রদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়। তারা পুলিশের সঙ্গে বাকবিতন্ডা শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তাদের শান্ত করতে সক্ষম হয়। অন্যদিকে ঢাকায় জামেয়া মাদানিয়া মাদ্রাসার চারপাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মাদ্রাসাটি পরিচালনা করেন হেফাজতের নায়েবে আমির নূর হোসাইন কাসেমী। হেফাজতে ইসলাম ঢাকার শাপলা চত্বরে মঙ্গলবারের সমাবেশের জন্য সরকার ও বিরোধী দল উভয়ের সহায়তা চেয়েছিল। সরকারের কাছে সমাবেশের অনুমতি ও নিরাপত্তা এবং বিরোধী দলের কাছে অবরোধ প্রত্যাহারের আবেদন জানিয়েছিল। তবে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, হেফাজত নিজে থেকেই সমাবেশ স্থগিত করেছে। বিরোধী দল অবরোধ প্রত্যাহার না করায় তাদের পক্ষে সমাবেশ করা সম্ভব ছিল না। সরকার হেফাজতকে সমাবেশের অনুমতি দেয়নি এই দাবি সঠিক নয়, বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন হেফাজতকে সমাবেশ করতে অনুমতি দেয়া হবে কিনা সে সিদ্ধান্ত তারা নেননি। সিদ্ধান্ত নেয়ার আগেই তারা সমাবেশ স্থগিত করেছেন। যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, অতীতে সমাবেশের নামে হেফাজত ঢাকায় ব্যাপক নাশকতা করেছে। তাই তাদের আবার পরিস্থিতি ঘোলাটে করার সুযোগ দেয়া যায় না। গত ফেব্র“য়ারি মাসে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের পর এর প্রতিবাদে সর্বোচ্চ শাস্তির দাবিতে ব্লগারদের নেতৃত্বে গণজাগরণ মঞ্চ গড়ে ওঠে। আর এর পরই হেফাজতে ইসলাম সক্রিয় হয়। তারা ব্লগারদের ‘নাস্তিক ও মুরতাদ’ ঘোষণা দিয়ে তাদের ফাঁসিসহ ১৩ দফা দাবিতে আন্দোলন শুরু করে। গত ৫ মে হেফাজতের ঢাকা অবরোধ এবং শাপলা চত্বরে সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় ব্যাপক নাশকতা এবং তান্ডবের ঘটনা ঘটে। বিপুল সম্পদের ক্ষতি ছাড়াও ১২ জন নিহত হয় ঐ ঘটনাকে কেন্দ্র করে। মতিঝিলের শাপলা চত্বরে র‌্যাব, পুলিশ অভিযান চালিয়ে তাদের হটিয়ে দেয়। তবে হেফাজতের পক্ষ থেকে নিহতের সংখ্যা আরো বেশি বলে দাবি করা হয়। সোমবার আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, হেফাজতকে সমাবেশ করতে দেয়া হবে না। তিনি বলেন, হেফাজত-বিএনপি আর জামায়াত একই বৃন্তের তিনটি ফুল। এই সমাবেশের মাধ্যমে তারা আবার দেশকে অস্থিতিশীল করতে চায়। তাই হেফাজতকে সমাবেশ করতে দেয়া হবে না। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর ১৪ দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কামরুল ইসলাম। আইন প্রতিমন্ত্রী বলেন, আবারো হেফাজতকে মাঠে নামানোর চেষ্টা করা হচ্ছে। যে কোনো মূল্যে সমাবেশ করার হেফাজতের ঘোষণাকে এক ধরনের আলামত হিসেবে মন্তব্য করেন তিনি। এসময় বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘ভুলে যাবেন না একাত্তর সালে একটি সুশৃঙ্খল বাহিনীর বির“দ্ধে লড়াই করে জিতেছি আমরা। তাই এখন আর আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেরাই পুড়ে যাবেন।’ সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ২৪ তারিখে হেফাজতের সমাবেশের মাধ্যমে যদি সহিংস কর্মকাণ্ডের চেষ্টা করা হয় তাহলে শক্ত হাতে তা প্রতিহত করা হবে। যারা মানুষ হত্যা করে তাদের রাজপথে প্রতিরোধ করতে হবে। এ সময় তিনি পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান জানান। অন্যদিকে হেফাজতে ইসলামের সমাবেশের দিন ২৪ ডিসেম্বর বিকেল ৩টায় রাজধানীব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর ১৪ দল। এর আগে রোববার অবশ্য হেফাজতে ইসলাম বাংলাদেশ পূর্বঘোষিত ১৩ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাপলা চত্বরে ২৪ ডিসেম্বর মঙ্গলবার সমাবেশ করতে অনড় বলে জানিয়েছিলেন মাওলানা নূর হোসাইন কাসেমী। তিনি এও বলেন, হেফাজতের সমাবেশ স্থগিত রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। রোববার তিনি আরো বলেন, ‘রাজধানীর উত্তরায় র‌্যাব-১-এর দায়িত্বপ্রাপ্ত মেজর মোস্তাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রবিবার দুপুরে রাজধানীর বারিধারার হোসাইনিয়া মাদরাসা আসে। এ সময় র‌্যাবের লোকজন আমাকে তাদের সঙ্গে যেতে বলেন। আমি আমার নিজের গাড়ি নিয়ে র‌্যাব কার্যালয়ে যাই। এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আমাকে বিদায় করে দেন তারা। এর আগে কাসেমী বলেন, ‘হেফাজতের ২৪ ডিসেম্বরের কর্মসূচি সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‌্যাব কার্যালয়ে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বিদায় করে দেয়া হয়। সেখানে তারা আমার কাছে ২৪ ডিসেম্বরের কর্মসুচি নিয়ে কথা বলেন। র‌্যাব আমাকে ২৪ তারিখের পরিবর্তে ৫ জানুয়ারির নির্বাচনের পরে যেকোনো সময় সবাবেশ করতে অনুরোধ করে। র‌্যাব জানায়, বর্তমান পরিস্থিতিতে হেফাজতের সমাবেশ করা ঠিক হবে না। কিন্তু আমি তাদেরকে জানিয়ে দিয়েছি, সমাবেশের তারিখ পরিবর্তনের ক্ষমতা আমার নেই। হেফাজতের আমির আল্লামা আহমদ শফী ও কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তের বাইরে কিছু করা সম্ভব নয়। এ সময় র‌্যাব কর্মকর্তারা কুরআন শরিফ হাতে নিয়ে কাসেমীকে বলেন, হজুর আমরা কুরআন ও হাদিস পড়ি।’ নূর হোসাইন কাসেমী বলেন, ‘র‌্যাবকে আমি বলি, আমাদের সমাবেশ করতে দিলে সরকারেরই বেশি লাভ হবে। ৫ মে হেফাজতের সমাবেশ নিয়ে জনমনে ক্ষোভ রয়েছে। এই সমাবেশ করতে দিলে কারও ক্ষোভ থাকবে না। এ ছাড়া আমাদের সমাবেশে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আল্লামা আহমদ শফী বিশেষ দোয়া পরিচালনা করবেন। সেখানে দেশের শান্তিও কামনা করা হবে। সরকার যদি এখন অনুমতি না দেয় তবে ক্ষোভ আরও বাড়বে। সরকারের জনপ্রিয়তা কমবে। আমরা এক মাস আগে এই কর্মসুচি ঘোষণা দিয়েছি।’ হেফাজতের এই নেতা আরও বলেন, ‘৩০ নভেম্বর পুলিশের কাছে অনুমতির আবেদন করেছি। এখনো অনুমতি পাইনি। আলাপ-আলোচনা চলছে। আমার বিশ্বাস, সরকার সমাবেশের অনুমতি দেবে। যদি সরকার কোনে কারণে সমাবেশ করতে না দেয়, তবে আমাদের গভর্নিং বডি পরবর্তী সিধান্ত নেবে।’ ইতিমধ্যে বিভিন্ন স্থানে সমাবেশের জন্য প্রচার-প্রচারণা চালানো হচ্ছে বলেও জানান তিনি। কাসেমী বলেন, ‘সোমবারের মধ্যে সরকারের একটি প্রতিনিধিদল চট্টগ্রামে যাবে আল্লামা শফীর কাছে। তারা মঙ্গলবারের কর্মসূচি স্থগিত করতে হুজুরকে অনুরোধ করবেন। এ প্রতিনিধিদলে কারা যেতে পারেন জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি এ মহূর্তে বলতে পারছি না। তবে শুনেছি সরকারের একটি প্রতিনিধিদল হুজুরের কাছে যাবে। তাকে জিজ্ঞাসাবাদকালে র‌্যাব কর্মকর্তারা আল্লাম শফীর সঙ্গে কথা বলার জন্যও চেষ্টা করেন বলে তিনি জানান। তবে সোমবার হাটহাজারী থেকে হেফাজত আমীর আল্লামা শফী ঢাকার দিকে রওনা দিলে তাকে আইন শৃঙ্খলা বাহিনী পথিমধ্যে থামিয়ে দিলে তারা ফেরত যান। এসময় হেফাজত নেতা বাবু নগরী জানান, সমাবেশ হবে। ঢাকায় সমাবেশ করতে না দিলে সারাদেশে সমাবেশ হবে। ডিএমপি সূত্র জানায়, গত ৩০ নভেম্বর হেফাজতের নেতারা ডিএমপি কমিশনার বেনজির আহমেদের কাছে একটি আবেদন করেন। আবেদনে তারা ২৪ ডিসেম্বর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চান। তবে এ বিষয়ে এখনো কোনো ধরনের অনুমতি দেয়নি ডিএমপি। সূত্রটি জানায়, ‘২০১৩ সালের ৫ মে ঘটে যাওয়া সহিংসতা ও নাশকতার বিষয়টি আমলে নিয়ে এখনো সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। পুলিশের ধারণা, সমাবেশ করার অনুমতি নিয়ে ফের সহিংসতা ঘটাতে পারে হেফাজত।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com