শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

সংবাদপত্রে প্রেস বিজ্ঞপ্তিতে আতিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কি-না সিদ্ধান্ত নেবে হবিগঞ্জ-লাখাইবাসী

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩
  • ৫৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও হবিগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন-আমি মানুষের কল্যানের জন্য রাজনীতি করি। জনগণের জন্য যেটা ভাল হয় সেটাই আমার কাম্য। হবিগঞ্জবাসীর সাথে সুখে-দুখে ছিলাম, ভবিষ্যতেও থাকব। তিনি আরও বলেন, সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম ও বর্তমানে হবিগঞ্জ-লাখাই আসনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী আবু জাহিরের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো কিনা তা হবিগঞ্জ-লাখাই এর জনগণ ও নেতা-কর্মীরা অবিলম্বে সিদ্ধান্ত নেবেন। তারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমি মেনে নেব।
তিনি বলেন, অবিলম্বে পল্লীবন্ধু এরশাদের আটক আদেশ প্রত্যাহার করতে হবে এবং জনগণের উপর সরকারের পেটোয়া বাহিনীর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com