স্টাফ রিপোর্টার ॥ আদালতে ভূয়া স্বাক্ষী দিতে গিয়ে সাহেব আলী (৬০) নামে এক ব্যক্তি আটক হয়েছে। সে শহরের অনন্তপুর এলাকার মৃত করম আলীর পুত্র। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে একটি মামলার আসল স্বাক্ষীর পরিবর্তে নকল স্বাক্ষী সেজে আদালতের কাঠগড়ায় উঠে। এ সময় বিচারকের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে ভূয়া স্বাক্ষী দেয়ার অপরাধে তাকে হবিগঞ্জ সদর থানায় পুলিশ হেফাজতে দেয়া হয়। ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে সাহেব আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।