বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নবীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসারের প্রচেষ্টায় ॥ ৩০ বছর ২ মাস ১৯ দিন পর মুক্তি পাচ্ছেন কনু মিয়া দীঘলবাগে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত নবীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত শহরে ইদুরের ওষুধ সেবনে আত্মহত্যা সাংবাদিকের মোটর সাইকেল চুরির ৩ ঘন্টার মধ্যে ওসির আপ্রাণ চেষ্টায় উদ্ধার বৃটেনের কার্ডিফ শাহ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন নবীগঞ্জে সংঘর্ষে নিহত রিমনের দাফন সম্পন্ন বাহুবলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল নবীগঞ্জের যুবকের ॥ ২ জন আহত

রওশনের সঙ্গে তোফায়েল-গওহর রিজভীর সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩
  • ৪৮৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ করলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচনকালীন সরকারের শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে একটি ল্যান্ড ক্রুজার গাড়িতে চড়ে রাজধানীর গুলশান-২ এর রওশনের বাসা ত্যাগ করেন তারা। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গাড়িতে চড়েই রওশনের বাসায় পৌঁছান তোফায়েল ও গওহর রিজভী। রওশনের বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতারা দাবি করেন, তারা এখানে সৌজন্য সাক্ষাৎ’ করতেই এসেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেয়া-না নেয়া নিয়ে যখন নাটক চলছে তখন আওয়ামী লীগের শীর্ষ এ দুই নেতা রওশন এরশাদের সঙ্গে দেখা করলেন। এর আগে শুক্রবার বিকালে বিএনপির সঙ্গে বৈঠকে অংশ নেন তোফায়েল আহমেদ ও গওহর রিজভী। এদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রেখে রওশন এরশাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন দলটির শীর্ষ কয়েকজন নেতা। শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে তার বাসায় প্রথমে সাক্ষাৎ করতে যান প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। এরপর দলের আরেক প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচনকালীন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু তার সঙ্গে দেখা করেন। মুজিবুল হক সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার পরই পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। এদিকে বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সদস্যরা। পরে র‌্যাব দাবি করে, এরশাদ অসুস্থ বোধ করায় তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com