মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মতবিনিময় সভায় ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ॥ গ্রামীণ জনপদের উন্নয়নই বর্তমান সরকারের লক্ষ্য

  • আপডেট টাইম শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, গ্রামীণ জনপদের সার্বিক উন্নয়নই বর্তমান সরকারের লক্ষ্য। সরকারের উন্নয়নে অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রাখতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র বিমোচনসহ সকল ধরণের কার্যক্রমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
স্থানীয় সরকারের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে লাখাই উপজেলার বুল্লা ইউপির চেয়ারম্যান, সকল সদস্যগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বুল্লা ইউপির চেয়ারম্যান মোক্তার হোসেন বেনু। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বণিক (উপ-সচিব)। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, হবিগঞ্জ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী, সাটলিপিকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকতা দিলীপ কুমার বণিক (উপ-সচিব) বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে আমাদেরকে স্থানীয় সরকারের প্রশাসনিক কাঠামোর তিনটি স্তর, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ একত্রিত হয়ে কাজ করতে হবে। স্থানীয় সরকারের আইনকাননু, স্থানীয় সরকারের ভূমিকা সম্পর্কে আপনারদেরকে জানতে হবে, অবগত হতে হবে। দক্ষতার কোন বিকল্প নেই তাই আমাদের দক্ষ জনবল গড়ে তুলতে হবে। ইউপি চেয়ারম্যান জনাব মুক্তার হোসেন বেনু বলেন জেলা পরিষদ থেকে এলাকায় উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখায় তিনি প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ জেলা পরিষদের সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com