মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নবীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসারের প্রচেষ্টায় ॥ ৩০ বছর ২ মাস ১৯ দিন পর মুক্তি পাচ্ছেন কনু মিয়া দীঘলবাগে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত নবীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত শহরে ইদুরের ওষুধ সেবনে আত্মহত্যা সাংবাদিকের মোটর সাইকেল চুরির ৩ ঘন্টার মধ্যে ওসির আপ্রাণ চেষ্টায় উদ্ধার বৃটেনের কার্ডিফ শাহ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন নবীগঞ্জে সংঘর্ষে নিহত রিমনের দাফন সম্পন্ন বাহুবলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল নবীগঞ্জের যুবকের ॥ ২ জন আহত

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ৭ আগস্ট, ২০১৫
  • ৬০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২য় শ্রেনীর গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা বাস্তবায়ন, বেতন স্কেলের বৈষম্য দূর করে জাতীয় বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণ এবং প্রধান শিক্ষক থেকে উপরের পদসমূহে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি হবিগঞ্জ। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক সাবিনা আলমের হাতে এ স্মারকলিপি তুলে দেন জেলার শতাধিক প্রধান শিক্ষক। পরে আদালত প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহবায়ক মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও বানিয়াচং উপজেলার হলদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দাসের পরিচালনায় বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলার বিপ্লব রায়, বাহুবল উপজেলার আলী আহমদ, চুনারুঘাট উপজেলার আব্দুল কুদ্দুছ, মাধবপুর উপজেলার রফিকুল ইসলাম মোল্লা, লাখাই উপজেলার নিবারণ সূত্রধর, বানিয়াচং উপজেলার সাইফুল ইসলাম, আসাদুজ্জামান খান, নাদির বখত সোহেলি, সদর উপজেলার তাহমিনা বেগম, সুরুজ কিশোর আচার্য, ফাতেমা বেগম, নাছিমা আক্তার প্রমুখ।
বক্তাগণ বলেন, আমরা কোমলমতি শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের সুযোগ্য নাগরিকরূপে গড়ে তোলার জন্য সব সময়ই সর্বাত্মক চেষ্টা করে আসছি। প্রধান শিক্ষকদের প্রথম নিয়োগের সময় জাতীয় বেতন স্কেল ৮ হাজার টাকার স্কেলসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২য় শ্রেনীর পদমর্যাদা ও উপরের পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির জোর দাবি জানান।
একই সাথে বক্তারা, গত ২০১৪ সালের ৯ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে ২য় শ্রেণীর পদমর্যাদায় গেজেট প্রকাশ না করার জন্য হতাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com