স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আদালত পাড়ায় পুলিশের জব্দ করা বিপুল পরিমাণ গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জুুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমদ খন্দকারের উপস্থিতিতে ৪২ কেজি গাঁজা প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ফেলা হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন সদর কোর্টের আলামত খানার পুলিশ সদস্য মোঃ মুজিবুর রহমান।
পুলিশ জানায় জেলার বিভিন্ন থানার মাদক ব্যবসায়ীরা এসব ভারত থেকে এনে দেশে পাচার করছিল। সম্প্রতি পুলিশের হাতে এসব ধরা পড়েছে।