বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পূর্ব বিরোধের জের প্রবাসী ও ব্যবসায়ীকে কুপিয়ে সর্বস্ব লুটপাট করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে করাঙ্গী নদীর সাঁকোর পূর্ব পাড়ে। স্থানীয় লোকজন জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াগাঁও গ্রামের ইয়ার হোসেনের পুত্র বাহুবল বাজারের ব্যবসায়ী আব্দাল মিয়া ও তার চাচা প্রবাসী আব্দুর রহিম বাহুবল বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। আহতরা জানান, তারা পথিমধ্যে ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্ব দিকে করাঙ্গী নদীর সাঁকোর পূর্বপাড়ে পৌঁছামাত্র একই গ্রামের আব্দুল মালেক, ছাদির মিয়া, ফারুক মিয়া ও সেলিম মিয়া গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দাল মিয়া ও আব্দুর রহিমকে ক্ষতবিক্ষত করে তাদের সাথে থাকা নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। আহতাবস্থায় আব্দুল মিয়া ও আব্দুর রহিমকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ বাহুবল মডেল থানায় দায়ের করা হয়েছে।