বুধবার, ২১ মে ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

নবীগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে ডাইকে ভাঙ্গন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০১৫
  • ৫১১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ড দাবী করেছে এখনও কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার নীচে রয়েছে। এদিকে মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দিন ব্যাপী কুশিয়ারা নদীর পানি তীর উপচে ভেতরে প্রবেশ করছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। রাধাপুর গ্রামের নানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে ডাইকে ব্যাপক ফাটলের সৃষ্টি হয়েছে। অপর অংশ দিয়ে ডাইকের ভিতরে পানি প্রবেশ করার খবর পাওয়া গেছে। পানি প্রবেশের ফলে বড় ধরণের ভাঙ্গনের সৃষ্টি হয়ে নবীগঞ্জের ৪/৫টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হওয়ার আশংকা করছেন এলাকাবাসী। অন্যদিকে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ সরজমিন পরিদর্শন করে উক্ত ভাঙ্গনে জরুরী ভিত্তিতে ১ হাজার বস্তা বালু দেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে স্থানীয় চেয়ারম্যানকে তা গ্রহন করার দায়িত্ব দেন। ইউপি চেয়ারম্যান পানি উন্নয়ন বোর্ড যোগাযোগ করলে তারা সরজমিনে গিয়ে তাদের দায়িত্বে কাজ করার কথা জানালেও বুধবার সন্ধ্যা পর্যন্ত এলাকায় যাওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে ডাইক ভেঙ্গে পানি ভিতরে প্রবেশ করায় স্থানীয় ইউপি মেম্বার ফখরু মিয়া স্থানীয় লোকজনকে নিয়ে ইটের আদলা ও কচুরীপানা দিয়ে পানি আটকানোর চেষ্টা করছেন বলে জানা গেছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া জানান, কুশিয়ারা নদী উপচে তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়েছে। ডাইকে ব্যাপক ফাটলের পাশাপাশি একটি অংশে পানি ভিতরে প্রবেশের কথা স্বীকার করে জানান, এর জন্য স্থানীয়ভাবে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। স্থানীয় মেম্বার ফখরু মিয়া জানান, নদীর তীরবর্তী প্রায় ১০টি গ্রাম কুশিয়ারা নদীর পানিতে আক্রান্ত। রাধাপুর নামক স্থানে ডাইকে ফাটল ও পানি প্রবেশ করছে। ঘটনাটি হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের সাথে একাধিকবার যোগাযোগ করার পরও তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছে না। ফলে ডাইক ভেঙ্গে পানি ভিতরে এভাবে প্রবেশ করলে হাওরের ফসল এবং উত্তর নবীগঞ্জের ব্যাপক বন্যাসহ ক্ষতি সাধিত হওয়ার আশংকা করছেন এলাকাবাসী। এ ব্যাপারে হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সহিদুল আলম জানান, বুধবারে উর্ধ্বতন কর্মকর্তারা হবিগঞ্জে সফর থাকায় যাওয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে বালি বস্তা নিয়ে ডাইকের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে তিনি বলেন, কুশিয়ারা নদীর পানি বর্তমানে বিপদ সীমার নিচে রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, কুশিয়ারা নদীর পানি আক্রান্ত দীঘলবাক ইউনিয়নের ক্ষতিগ্রস্ত গ্রাম ও ডাইকের বিষয়ে সার্বক্ষনিক নজরদারী রয়েছে। ইতিমধ্যে ডাইকের ভাঙ্গনরোধে বালির বস্তা দেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com