বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সুদে সম্পদ কমায়, দানে সম্পদ বাড়ায়

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ৪৭৫ বা পড়া হয়েছে

মহান আল্লাহ তা’আলা বলেন, যারা যাকাত দেয় তারা সফল কাম। দয়াল নবীজী বলেছেন, সোনা রূপার মালিক তার উপর ফরয যাকাত দিয়ে সম্পদের হক আদায় না  করলে আদালতে আখেরাতে তার সম্পদ একত্র করে আগুনের পাত তৈরি করে সেই পরিমাণে তার দেহকে প্রশস্ত করা হবে। অতঃপর সেই পাত জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তার পার্শ্ব ও পৃষ্ঠদেশে দাগ দেয়া হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার উত্তপ্ত করে অনুরূপ দাগ দেয়া হবে এবং এভাবে ক্রামগত একদিন তাকে দাগ দেয়া হতে থাকবে। যে দিনটির দৈর্ঘ্য পঞ্চাশ হাজার বছরের সমান হবে। আল্লাহ তা’আলা বলেন, যারা সোনা-রোপা আল্লাহর পথে ব্যয় না করে জমা করে রাখে, তাদের কঠোর আজাবের সংবাদ শুনিয়ে দিন। সে দিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং এর দ্বারা ললাট, পার্শ্ব ও পৃষ্টদেশ পোড়ানো হবে। সে দিন বলা হবে এ গুলো তোমাদের সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য রেখেছিলে। সুতরাং এনে তার স্বাদ আস্বাদন কর।
রাসুল (সাঃ) বলেছেন, যাদের উপর যাকাত ফরজ, তারা যাকাত আদায় না করলে আল্লাহর নিকট তারা ইহুদী-খৃষ্ট্রানের মত। তেমনি যারা উশর (উৎসের এক দশমাংশ) প্রদান না করে তারা মাজুসী তমা অগ্নিপূজনদের মত। আর যারা এ দুটির কোনটাই আদায় করে না, তারা ফেরেশতা এবং রাসুল (সাঃ) কর্তৃক অভিশপ্ত। তাদের সাক্ষ্যও গৃহীত হওয়ার নয়। দয়াল নবীজী বলেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে যাকাত ও উশর প্রদান করে। কিয়ামতের দিন সব ধরনের আজাব থেকে সে সুরক্ষিত থাকবে। কবরের আজাব থেকে নাজাত পাবে। তার দেহ জাহান্নামের জন্য হারাম করে দেয়া হবে। বিনা হিসাবে সে জাহান্নাতে প্রবেশ করে এবং কিয়ামতের দিন সে পিপাসিত হবে না।
লেখক
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ।
০১৭১১-৮৫১৪০৬

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com