মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা বাহুবলের পুটিজুরি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম গ্রেফতার হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী সফল করতে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম’র সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন শায়েস্তাগঞ্জে আ’লীগ নেতা শিবলু গ্রেপ্তার উমেদনগরে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শহরের গোসাইপুরে আরসিসি ড্রেন নির্মাণ করেছে পৌরসভা

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির এক যুগ পূর্তি উৎসব পালিত

  • আপডেট টাইম শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির এক যুগ পূর্তি উৎসব পালিত হয়েছে। এনটিভির এক যুগ পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনটিভি হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সফিউল আলম, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হোসেন, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, এয়ারলিংক চেয়ারম্যান মো: নুরউদ্দিন জাহাঙ্গীর, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আমির হোসেন ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি রাসেল চৌধুরী।
অনুষ্ঠানে বক্তৃতা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: ফজলুর রহমান, দৈনিক তরফবার্তা সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, আলিকো বাদল এজেন্সী ম্যানেজার বাদল রায়, দৈনিক দেশজমিন সম্পাদক ও বিটিভি প্রতিনিধি আলমগীর খান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, দৈনিক হবিগঞ্জের আয়না সম্পাদক রাশেদ আহমদ খান, চ্যানেল এস ইউকে’র হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মুফাজ্জাল সাদাত মুক্তা, রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর চার্টার প্রেসিডেন্ট ডা. এসএস আল আমিন সুমন, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, দৈনিক আজকের হবিগঞ্জ এর বার্তা বিভাগ ইনচার্জ আশরাফুল ইসলাম কহিনুর, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, দৈনিক খবরের প্রতিনিধি নুরুজ্জামান ভূইয়া মামুন, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, একাত্তর টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, জিটিভি প্রতিনিধি মোহাম্মদ নুরউদ্দিন, এসএ টিভি প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, এশিয়ান টিভি প্রতিনিধি এস এম সুরুজ আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতবৃন্দ।
এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে এমপি আবু জাহির বলেন, এনটিভি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছে তাতে কোন সন্দেহ নেই।
জেলা প্রশাসক সাবিনা আলম ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন-এনটিভির খবর ও অনুষ্ঠানমালা বিশেষ করে নাটক খুবই মানসম্মত। তারা এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে এমপি আবু জাহির, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সফিউল আলম, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীসহ সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com