বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আজ ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচন ॥ লড়ছেন ১২ বাংলাদেশী ১০ জন প্রার্থীই সিলেটী ॥ এগিয়ে আছেন টিউলিপ, রওশনারা ও রূপা হক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মে, ২০১৫
  • ৪৯৬ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ আজ ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচন। আগামীতে অনুষ্টিতব্য স্কটিস নির্বাচনে নবীগঞ্জ উপজেলার বদরদী গ্রামের ফয়ছল চৌধুরী এমবিই প্রতিদ্ব›িদ্ধতা করছেন। আর স্কটিস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী তালিকায় তিনি মনোনীত হওয়ায় অংশ নেননি ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে। উল্লেখ্য, ২০০৪ সালে তরুণ বয়সেই ব্রিটিশ রানী কর্তৃক ‘এমবিই’ খেতাবে ভূষিত হন ফয়ছল চৌধুরী। ফয়ছল চৌধুরী হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর নাতি। এবারই সর্বাধিক ১২ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বিভিন্ন দল থেকে মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে ১০ জন প্রার্থীই বৃহত্তর সিলেট বিভাগের। আবার একই গ্রামেরও আছেন একাধিক প্রাথী। এই নির্বাচন ঘিরে ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে। তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও বিপুল। এর কারণ ব্রিটেনের মূলধারার দলগুলো থেকে এবারই সর্বাধিক ১২ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে ১০ জন প্রার্থীই বৃহত্তর সিলেট বিভাগের। গত নির্বাচনে একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে রুশনারা আলী নির্বাচিত হয়েছিলেন। এবার বাংলাদেশিদের প্রতিনিধিত্ব বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত নির্বাচন সামনে রেখে যে কটি জরিপ প্রকাশিত হয়েছে তাতে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে। প্রভাবক ভূমিকায় অবতীর্ণ হতে পারে ইউকে ইনডিপেনডেন্ট পার্টি (ইউকেআইপি) ও গ্রিন পার্টির মতো ছোট দলগুলোও। বিভিন্ন ইস্যুতে বড় দলগুলোর প্রতি ভোটারদের নেতিবাচক মনোভাব এসব দলের আসন বাড়াতে ভূমিকা রাখবে। গত বুধবার মধ্যরাতে স্কাই নিউজ প্রকাশিত জরিপের ফলাফল অনুযায়ী কনজারভেটিভ পার্টির ৩৫ শতাংশ, লেবার পার্টির ৩৫ শতাংশ, লিবডেমের ৭ শতাংশ, ইউকেআইপির ১১ শতাংশ এবং অন্য দলগুলোর ১২ শতাংশ ভোটার-সমর্থন রয়েছে। শীর্ষস্থানীয় ব্রিটিশ পত্রিকা ডেইলি সানের পাঠক জরিপ অনুযায়ী কনজারভেটিভ পার্টি লেবার পার্টির চেয়ে এগিয়ে রয়েছে মাত্র ১ শতাংশ ভোটে। ডেইলি মেইলের জরিপে বলা হয়েছে, এখনো সিদ্ধান্তহীন ৪০ শতাংশ ভোটারের চূড়ান্ত সিদ্ধান্তেই গঠিত হবে পরবর্তী সরকারের রূপরেখা। স্কাই নিউজ, বিবিসি, আইটিভি, চ্যানেল ফোর, বিবিসি রেডিও ফোর- সব গণমাধ্যমেই রাজনীতি-বিশ্লেষকরা বলছেন, এবার অনেক দলের প্রতিনিধিত্বসহ ঝুলন্ত পার্লামেন্ট পেতে যাচ্ছে ব্রিটেন। এ কারণে অনেকেই এ পার্লামেন্টের স্থায়িত্ব নিয়েও শঙ্কা প্রকাশ করছেন। ব্রিটেনের পার্লামেন্টে এবার বাংলাদেশি বংশোদ্ভূতদের প্রতিনিধিত্ব বাড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন। ১২ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিনজন প্রার্থীর জয়লাভের সম্ভাবনা প্রায় শতভাগ নিশ্চিত। এ তিনজনই নারী। তাঁরা হচ্ছেন গত নির্বাচনে বিজয়ী লেবার পার্টির প্রার্থী রুশনারা আলী, একই দলের রূপা হক ও টিউলিপ রেজওয়ানা সিদ্দীক। রুশনারা বাঙালি অধ্যুষিত ‘বেথনাল গ্রিন ও বো’ আসনে লড়ছেন। গতবারও এখান থেকেই নির্বাচন করে জয়ী হন। রুশনারার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। সব জরিপের ফলাফলেই তাঁর বিপুল ভোটে জয়ী হওয়ার কথা বলা হয়েছে। রূপা হক ও টিউলিপ রেজওয়ানা সিদ্দীকের জয়ের কথাও জরিপে বলা হয়েছে। রূপা হক লেবার পার্টির হয়ে ‘ইলিং সেন্ট্রাল ও একটন’ আসন থেকে লড়ছেন। জনমত জরিপে এখনও তিনি কনজারভেটিভের প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন। ড. রূপা হক বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক। শিক্ষকতা করছেন লন্ডনের কিংস্টন ইউনিভার্সিটিতে। তাঁর মা-বাবা ১৯৬০ সালে ব্রিটেনে যান। তাঁর পৈতৃক বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর গ্রামে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন রেহানার মেয়ে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দীক ক্যামডেন এলাকার ‘হ্যামস্টেড ও কিলবার্ন আসনে লেবার দলের হয়ে লড়ছেন। এ আসনে টোরি (কনজারভেটিভ), লিবডেম ও লেবার পার্টির সমান আধিপত্য। তবে বিভিন্ন জরিপে টিউলিপের জয়ের ঈঙ্গিত আশাবাদী করে তুলেছে প্রবাসী বাংলাদেশিদের। প্রসঙ্গত, ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলের প্রথম বাঙালি নারী কাউন্সিলর নির্বাচিত হন টিউলিপ। বাংলাদেশি বংশোদ্ভূত অন্য প্রার্থীদের মধ্যে লন্ডনের বাকিং আসনে কনজারভেটিভ পার্টির হয়ে লড়ছেন মিনা সাবেরা রহমান। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। বেকেনহাম আসন থেকে লেবার পার্টির হয়ে লড়ছেন ব্যারিস্টার মেরিনা আহমদ। মাত্র ছয় মাস বয়সে মা-বাবার সঙ্গে ব্রিটেনে যান তিনি। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে। নর্থ-ইস্ট হ্যাম্পশায়ার থেকে লেবার পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরান হোসাইন। তাঁর পৈতৃক বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। একই দলের হয়ে লন্ডনের নিকটবর্তী ওয়েলউইন অ্যান্ড হাটফিল্ড আসন থেকে লড়ছেন আনোয়ার বাবুল মিয়া। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর গ্রামে তাঁর পৈতৃক বাড়ি।
সিলেটের বালাগঞ্জের আখলাকুল ইসলাম লুটনের রিগেইট অ্যান্ড বেনস্ট্যাড আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লুটন সাউথ আসনে লিবারেল ডেমোক্র্যাটস (লিবডেম) দলের প্রার্থী হয়েছেন আশুক আহমদ এমবিই। ২০০৯ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ কর্তৃক সম্মানজনক মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) খেতাবে ভূষিত হন তিনি। তাঁর জন্ম সিলেটের বিয়ানীবাজারে। ওয়েলসের আর্ফন আসনে লিবডেমের প্রার্থী হয়েছেন মোহাম্মদ সুলতান। সিলেটের দক্ষিণ সুরমার সন্তান সুলতান তরুণ বয়সে যুক্তরাজ্যে পাড়ি জমান। স্কটল্যান্ডে জন্মগ্রহণকারী সুমন হক এভারডিনশায়ারের বেনফ অ্যান্ড বুখান আসনে লেবার দলের মনোনয়ন পেয়েছেন। তাঁর পৈতৃক বাড়ি সুনামগঞ্জের ছাতকে। টিউলিপ রেজওয়ানা সিদ্দীক এর নির্বাচনের প্রচারে ইংল্যান্ডে অবস্থানরত যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা বানিয়াচঙ্গের কৃতিসন্তান হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ শাহ নেওয়াজ জানান, বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ রেজওয়ানা সিদ্দীকসহ বাংলাদেশী অধিকাংশ প্রার্থীই নির্বাচিত হতে যাচ্ছেন। তবে এবারই প্রথম ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত এত সংখ্যক প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতা করছেন। আমি বিশেষ করে টিউলিপ রেজওয়ানা সিদ্দীক এর নির্বাচনী প্রচারের জন্য ইংল্যান্ডে অবস্থান করছি। এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ টিউলিপের প্রচারণার জন্য ইংল্যান্ডে অবস্থান করছেন। তিনি টিউলিপ এর জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদব্যক্ত করেন। আলাপকালে ড. মোহাম্মদ শাহ নেওয়াজ ব্রিটেনে বসবাসরত সকল বাংলাদেশীদের কাছে টিউলিপ, রওশনারা আলী ও রূপা হকসহ সকল বাংলাদেশী প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com