বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

এলজিএসপি’র রিফ্রেশার প্রশিক্ষণে অতিরিক্ত সচিব অশোক মাধব রায় ॥ চেয়ারম্যানগণ গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত সাধারণ মানুষের সেবায় নিয়োজিত

  • আপডেট টাইম সোমবার, ৪ মে, ২০১৫
  • ৪২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট এর দিনব্যাপী ইউএনও, চেয়ারম্যান, মহিলা মেম্বার ও সচিবদের রিফ্রেশার প্রশিক্ষণ দেয়া হয়ছে। গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসন আয়োজিত রিফ্রেশার প্রশিক্ষণের সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। প্রধান অতিথি ছিলেন এলজিএসপি-২ জাতীয় প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগ এর অতিরিক্ত সচিব অশোক মাধব রায়। বিশেষ অতিথি ছিলেন এলজিএসপি-২ উপ পরিচালক (প্রশাসন, অর্থ ও ক্রয়) মোহাম্মদ ইয়াহ-ইয়া ভূইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুুর রউফ ও মোঃ সফিউল আলম। হবিগঞ্জ স্থানীয় সরকার এর উপ-পরিচালক দিলীপ কুমার বনিক এর পরিচানায় ও এলজিএসপি-২ এর ডিএফ এবিএস মাহবুবার রহমানের সঞ্চালনায় ইউনিয়নের তহবিল, পরিষদের ব্যয়, পরিষদের তহবিল সংরক্ষণ, হিসাব রক্ষণ পদ্ধতি, সম্পদ ব্যবস্থাপনা পদ্ধতি ও রেকর্ড সংরক্ষণ, আপত্তি বা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, প্রতিবেদন ও প্রস্তুত ও নথিভূক্তকরণ, এলজিএসপি প্রকল্প পরিকল্পনা, বাজেট, অডিট ও ক্রয় ব্যবস্থাপনার বাস্তবায়ন কলা কৌশল, স্কিমের পরিবেশ ও সামাজিক প্রভাব যাচাই পদ্ধতি বিষয়ে বক্তব্য রাখেন উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াহ-ইয়া ভূঁইয়া। রিফ্রেশার প্রশিক্ষণকালে অন্যান্যের মধ্যে বক্তৃত্ করেন বানিয়াচঙ্গের ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম, হবিগঞ্জের ইউএনও মোঃ সাজেদুল ইসলাম, লাখাইর ইউএনও মোঃ শওকত আলী, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বাহুবলের ভারপ্রাপ্ত ইউএনও সুমনা আল মজীদ, বানিয়াচঙ্গের ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, হায়দারুজ্জামান খান ধন মিয়া, মাওলানা হাবিবুর রহমান, মনজু কুমার দাশ, নুরুল ইসলাম, সাফিক মিয়া, আনোয়ার হোসেন, আবুল কাসেম চৌধুরী, এনাম খান চৌধুরী, জালাল উদ্দিন খন্দকার, রফিকুল ইসলাম পাশা, খোয়াজ আলী, বাহুবলের শাহ মাহবুবুর রহমান, মোঃ তাজুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক, নাজমুল হোসেন চৌধুরী, হাবিবুর রহমান টেনু, আব্দুল আওয়াল, মোত্তাছির মিয়া, লাখাই উপজেলার সিরাজুল ইসলাম, মাহফুজুল আলম, মোঃ আব্দুল হাই, শেখ মুক্তার হোসেন, আজমিরীগঞ্জের ইউপি চেয়ারম্যান সুষেনজিত চৌধুরী, মোঃ তফছির মিয়া, মহিলা মেম্বার রাহেলা খাতুন, ইউপি সচিব বেলায়েত হোসেন সেলিম প্রমুখ।
উদ্বোধনীতে প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মন্ত্রীর একান্ত সচিব ও এলজিএসপি-২ জাতীয় প্রকল্প পরিচালক অশোক মাধব রায় বলেন, স্থানীয় সরকারের ইউপি চেয়ারম্যানগণ গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত সাধারণ মানুষের সেবা দিয়ে থাকে। তাদের মাধ্যমেই দেশের পদ্মা সেতুর পর দ্বিতীয় বৃহত্তর প্রকল্প এলজিএসপি-২ এর মাধ্যমে সরাসরি অর্থ দিয়ে তৃণমুল মানুষের সার্বিক সেবা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com