স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদারের উপর ঘুমন্ত অবস্থায় হামলা লুটপাটের ঘটনায় আওয়ামীলীগ কর্মী তাজ উদ্দিন তাজ (৩৫) কে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। সদর থানার ওসি জানিয়েছেন, তার বিরুদ্ধে ৭দিনের রিমান্ডের আবেদন করা হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সদর থানা থেকে কোর্টের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। উল্লেখ্য, গত ২০ মার্চ গভীররাতে নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদারকে কুপিয়ে রক্তাক্ত জখম করে বাড়ি ঘর লুটপাট করে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় তাকে হবিগঞ্জ থেকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর থেকে তাজ উদ্দিন ও তার দলবল আত্মগোপন করে। এ ব্যাপারে আটককৃত তাজ উদ্দিন তাজকে প্রধান আসামী করে ১৭ জনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দেয়া হয়। এর প্রেক্ষিতে সদর থানার তদন্ত অফিসার বিশ্বজিৎ দেব ও ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঢাকার রমনা এলাকা থেকে তাজকে গত সোমবার সন্ধ্যায় আটক করা হয়। অভিযোগ উঠেছে, আওয়ালের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়ায় দীর্ঘদিন ধরে সে তাকে প্রাণনাশের হুমকিসহ ষড়যন্ত্র করে আসছিল। এব্যাপারে সদর ওসি জানান, আজ বুধবার আদালতে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে আরো রহস্য উদঘাটন করা হবে।