শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

নবীগঞ্জে হাওরে দিগন্ত জুড়ে সোনালি ঝলকানি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩
  • ৫৫০ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষান-কৃষানিরা ফসল ঘরে তোলায় ব্যস্ত হয়ে পড়েছেন। উপজেলার প্রতিটি ফসলের মাঠে আমন ধানের সবুজ সমারোহের মধ্যে সোনালি ঝলকানি ও বাম্পার ফলনের হাতছানিতে কৃষকদের ব্যস্ততা বাড়িয়ে তুলেছে। বিচ্ছিন্নভাবে কোন-কোন মাঠে আমন ধান কাটা শুরু হলেও আগামী এক সপ্তাহের মধ্যেই ফসল কাটার ধুম পড়বে মাঠজুড়ে। মাঠভরা সোনালি কাচা-পাকা ধানের ফসলী ক্ষেতে যেন দিগন্ত ছুঁয়ে গেছে। বাতাসে দোল খাওয়া রোপা আমনের সোনালি ঝলকানি গ্রাম্য কৃষককুলকে মাতোওয়ারা করে তুলেছে। মাঠভরা পাকা সোনালি ফসলের মৌ-মৌ গন্ধে গ্রামাঞ্চলের কৃষান-কৃষানীদের মধ্যে বইছে বাধ ভাঙ্গা উল্লাস। পরিশ্রমের ফসল ঘরে তোলায় ব্যস্ত কৃষান-কৃষানিরা। চলতি মৌসুমেও রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নের ফসলের মাঠে ধান কাটা ও মাড়াই’র কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। উপজেলাজুড়ে পুরোদমে এখনো ধান কাটার ধুম না পড়লেও আগামী সপ্তাহের মধ্যেই ধান কাটা, মাড়াই ও ধান ঘরে তোলার মহোৎসবে মেতে উঠবেন কৃষক-কৃষানিরা। স্থানীয় কৃষি অধিদপ্তরের ভাষ্যমতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা যায়, এ বছর নবীগঞ্জ উপজেলায় প্রায় ১০ হাজার ৮শ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২০ হাজার টন। আবহাওয়া অনুকুলে থাকায় এবার ফসল ভাল হয়েছে। চলতি মৌসুমে রোপা আমনের বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com