প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ৬ মে শুক্রবার শায়েস্তানগর গ্রীণ রোড সুন্নী যুব সংঘের উদ্যোগে এক বিশাল সুন্নী সম্মেলন অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের গৌরব মুফাচ্ছিরে কোরআন মুফতি আবু ছাফওয়ান মুহাম্মদ আশরাফুল ওয়াদুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা আব্দুল মোছাব্বির, প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা আব্দুল আলীম, বিশেষ বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা নাছির উদ্দিন ও হযরত মাওলানা মোশাহিদ আলী আজাদী। আমন্ত্রিত অতিথি ছিলেন ওলি প্রেমিক আলহাজ্ব মোহাম্মদ রাসেল মিয়া। নাত পরিবেশন করেন মোস্তাক রেজা আত্তারী। মাহফিল পরিচালনা করেন জাহিদ রেজা আত্তারী। সম্মেলনে সভাপতিত্ব করেন শায়েস্তানগর পঞ্চায়েত সর্দার মোঃ শহীদুর রহমান লাল মিয়া। উক্ত সম্মেলন সুন্দর ও সুষ্টুভাবে সর্ম্পূন্ন হওয়ায় শায়েস্তানগর গ্রীণ রোড সুন্নী যুব সংঘ ও এলাকাবাসির পক্স থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাংবাদিক এমএ আর শায়েল।